|
|
|
|
কংগ্রেস সভাপতির পদত্যাগের ঘোষণা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রেলশহরে কংগ্রেসের শহর সভাপতি পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করলেন অমল দাস। শুক্রবার সন্ধ্যায় খড়্গপুরের বিদ্যাসাগরপুরে নিজের বাসভবনে একটি সাংবাদিক বৈঠক করে এ কথাই জানালেন তিনি। তবে দলত্যাগের সম্ভাবনা তিনি উড়িয়ে দিয়েছেন। এ দিনই তিনি তাঁর পদত্যাগপত্র দলের জেলা সভাপতির কাছে পাঠিয়েছেন বলে জানান। রেলশহরে ১১ বছর ধরে শহর কংগ্রেস সভাপতির পদে থাকা অমল দাসের পদত্যাগের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।
১৯৬৬ সালে কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়েছিলেন অমল দাস। এর পর ছাত্র রাজনীতি থেকে মূল রাজনীতিতে এসেছেন। তিনি দীর্ঘদিন ভাল সংগঠক হিসেবে কাজ করার পর ২০০২ সালে তাঁকে শহর সভাপতির পদে নির্বাচিত করা হয়। এর পর থেকেই তিনি ওই পদে ছিলেন। এ দিন সাংবাদিক বৈঠকে অমলবাবু জানান, “আমার বয়স হয়েছে। এখন নবীনদের সুযোগ দেওয়া উচিত। তাই আমি সভাপতি পদ থেকে সরে দাঁড়াতে চাইছি। সেই পদত্যাগপত্র জেলা সভাপতির কাছেও পাঠিয়েছি।” কিন্তু হঠাৎ কেন এই পদত্যাগ? তবে কি অন্য দলে যোগ দেওয়ার কথা ভাবছেন? অমলবাবুর জবাব, “বরাবর কংগ্রেসে ছিলাম। শেষ বয়সে কেন দল বদলাতে যাব! কংগ্রেসেই থাকব।” সম্প্রতি দলের জেলা সভাপতি পদে বিকাশ ভুঁইয়াকে দায়িত্ব দেওয়ায় জেলা কংগ্রেসের একাংশের মধ্যে ভাঙনের সুর শোনা যাচ্ছে। তবে কী সে জন্যই অমলবাবুর পদত্যাগ? প্রবীন কংগ্রেস নেতার দাবি, “আমি কোনওদিন চাপের কাছে নতি স্বীকার করিনি। করবও না। পদত্যাগ আমার একান্ত ব্যক্তিগত।” তবে এ দিন পদত্যাগপত্র পাননি বলে দাবি করে জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া বলেন, “অমলবাবু ফোনে বিষয়টি জানিয়েছেন। ওই পদত্যাগপত্র এলেও আমি তা গ্রহণ করব না। কারণ ওঁর সময়েই খড়্গপুর পুরসভা আবার আমরা ফিরে পেয়েছি।” |
|
|
|
|
|