টুকরো খবর
দুর্নীতির অভিযোগ তুলে ঘেরাও সিপিআই সদস্য
গ্রামে রাস্তা তৈরির জন্য কেনা মোরামের পরিমাণ কম রয়েছে -এই অভিযোগ তুলেছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির সিপিআই সদস্য বুধিয়া সরেন। শুক্রবার মাপজোক করে দেখা যায় মোরামের পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশিই রয়েছে। ফলে এ দিন মোহনপুরের সাউটিয়া গ্রাম পঞ্চায়েতে বুধিয়া সরেনকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় রাস্তা তৈরির কাজে ২০৪ বর্গমিটার মোরাম কিনেছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। তবে সেই পরিমাণ মোরাম সঞ্চিত নেই বলে দাবি করে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন বুধিয়া সরেন। এ দিন সেই অভিযোগের ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিযোগকারীর উপস্থিতিতে মোরাম মাপজোক করা হয়। পঞ্চায়েত প্রতিনিধিদের দাবি, ২০৪ বর্গমিটারের বেশি মোরামই সঞ্চিত রয়েছে। তারপর বুধিয়া সরেন ভুল স্বীকার করলে বিক্ষোভ উঠে যায়। বিডিও পুন্নাম বল্লম বলেন, “এবিষয়ে সোমবার সকলকে আলোচনায় ডেকেছি।”

ছাত্রদের দাবি
প্রাথমিকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা, শিক্ষার অধিকার আইন মেনে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা-সহ বেশ কিছু দাবিতে শুক্রবার জেলাশাসকের দফতরে ডেপুটেশন দিয়েছে ডিএলএড স্টুডেন্ট ফোরাম। এ দিন সকালে শহরে মিছিল করেন প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা। তারপর ডেপুটেশন কর্মসূচি হয়। ফোরাম-এর বক্তব্য, প্রাথমিকে টেট পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হয়েছে, তা হতাশাজনক। রাজ্য সরকার শিক্ষার অধিকার আইনকে লঙ্ঘন করে দুর্নীতির আশ্রয় নিয়েছে। ফলে, প্রশিক্ষণপ্রাপ্তরা প্রতারিত হয়েছেন।

বিদ্যুৎ বিক্ষোভ
জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ।
বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার-সহ বেশ কিছু দাবিতে শুক্রবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি করল সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। ডেপুটেশনও দেওয়া হয়। সমিতির বক্তব্য, বিদ্যুতের মাশুল বাড়ার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। দিল্লীর সরকার যেখানে বিদ্যুতের দাম অর্ধেক করেছে, সেখানে এ রাজ্যের সরকার মাশুল বাড়িয়ে মানুষের কাঁধে বোঝা চাপাচ্ছে।

আজ পশ্চিমে চার মন্ত্রী
আজ, শনিবার পশ্চিম মেদিনীপুরে আসার কথা রয়েছে চার মন্ত্রীর। মন্ত্রীদের কর্মসূচি ঘিরে সংশ্লিষ্ট দফতরগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও সেরে নিয়েছে। খড়্গপুর-২ ব্লকের মুকসুদপুরে আসার কথা সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের। এখানে সেচ দফতরের এক অনুষ্ঠান রয়েছে। পিংলায় আসার কথা শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু এবং জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্রের। এখানে শ্রম দফতরের এক অনুষ্ঠান রয়েছে। অন্যদিকে, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে আসার কথা বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণের। কয়েকদিন আগে বন দফতরের দায়িত্ব নিয়েছেন বিনয়কৃষ্ণবাবু। মন্ত্রী হওয়ার পর এই প্রথম পশ্চিম মেদিনীপুরে আসবেন তিনি। দফতর সূত্রে খবর, বনমন্ত্রী শুরুতে ঝাড়গ্রাম যেতে পারেন। সেখানে কয়েকটি প্রকল্প দেখবেন। পরে মেদিনীপুরে এসে এক বৈঠক করতে পারেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.