|
|
|
|
বুদ্ধর আগেই সভা করবে মুকুল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নতুন বছরের গোড়াতেই মেদিনীপুরে তৃণমূল-সিপিএমের চাপানউতোর তুঙ্গে উঠতে চলেছে। জানুয়ারির মাসের শেষ কিংবা ফেব্রুয়ারি মাসের গোড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহরে জনসভা করার কথা সিপিএমের। উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল রায়কে এনে জনসভা করতে চলেছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, আগামী ১৮ জানুয়ারি মেদিনীপুরে এই সভা হবে। তবে কোথায় হবেকলেজ মাঠ, বিদ্যাসাগর হল মাঠ না গাঁধী মূর্তির পাদদেশ—তা এখনও চূড়ান্ত হয়নি। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায় বলেন, “১৮ জানুয়ারি মুকুল রায় আসবেন। কোথায় সভা হবে, তা শীঘ্রই চূড়ান্ত হবে।”
মুকুল রায়ের জনসভার আগে দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সীকে এনে বেশ কয়েকটি কর্মিসভা করতে চলেছে তৃণমূল। দলীয় সূত্রে খবর, ১১ জানুয়ারি থেকে শুরু হবে এই কর্মসূচি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। ১১ই ঘাটাল মহকুমায় কর্মী সম্মেলন হবে। ১৩ তারিখ তিনটি কর্মিসভা হবে। শুরুতে সবং। তারপর পিংলা, ডেবরায়। ১৫ তারিখ দু’টি কর্মিসভা হবে। শুরুতে কেশপুরে। পরে মেদিনীপুর শহরে। শহরের সভায় মেদিনীপুর সদর ব্লকের পাশাপাশি নারায়ণগড়, কেশিয়াড়ি, খড়্গপুর-১, ২, গড়বেতা-১, ২, ৩ এবং শালবনি ব্লকের কর্মীরা যোগ দেবেন। এখনও পর্যন্ত এই সূচিই চূড়ান্ত হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি বলেন, “৩০ জানুয়ারি বিগ্রেড সমাবেশ রয়েছে। ওই সভায় পশ্চিম মেদিনীপুর থেকে রেকর্ড সংখ্যক কর্মী-সমর্থক যাবেন।”
পশ্চিম মেদিনীপুরে গত দু’বছরে কোনও জনসভা করেনি সিপিএম। লালগড়ের জেলায় সিপিএমের শেষ প্রকাশ্য জনসভা হয়েছে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি। প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আগামী ৯ ফেব্রুয়ারি সিপিএমের বিগ্রেড সমাবেশ রয়েছে। তার আগে সদর শহরে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন জেলা সিপিএম নেতৃত্ব। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২ ফেব্রুয়ারি প্রাক্তন মুখ্যমন্ত্রীর জনসভা হবে। তার আগে চ্যালেঞ্জ ছুড়তেই মেদিনীপুরে তৃণমূল জনসভা করতে চলেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। |
|
|
|
|
|