প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
মধ্যমগ্রামে নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে শহরের কার্জন গেট চত্বরে
গণতান্ত্রিক মহিলা সমিতির সভা। শুক্রবার উদিত সিংহের তোলা ছবি। |
মধ্যমগ্রামে ধর্ষিতার মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামুড়িয়ার নিঘায় শুক্রবার মিছিল বের করেন স্থানীয় বাসিন্দারা। একই দাবিতে রানিগঞ্জের বেলিয়াবাথানে গণতান্ত্রিক মহিলা সমিতিও একটি মিছিল করে।
|
পরিত্যক্ত খনিতে তলিয়ে মৃত্যু |
পরিত্যক্ত খনিতে তলিয়ে গেল এক বালক। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশ্বনাথ তুরী (১০)। সে মঙ্গলপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বনাথ তার সঙ্গীদের সঙ্গে প্রাকৃতিক কাজ করতে ছাই মাটি ভরাট করা ওই পরিত্যক্ত খনি এলাকায় যায়। হঠাৎই পায়ের নীচের ছাই মাটি সরে যাওয়ায় তলিয়ে যায় সে। তার সঙ্গীদের থেকে খবর পেয়ে ওই বালকের পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়।
|
নাতিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে ঠাকুমা। |
রানিগঞ্জের মঙ্গলপুরে ছাই ধসে যায় এই এলাকাতেই। |
রানিগঞ্জে তোলা নিজস্ব চিত্র। |
|
পুলিশ উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে এসে যন্ত্রের সাহায্যে মাটি কেটে মৃতদেহটি উদ্ধার করে। শুক্রবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য করেন স্থানীয় বিধায়ক সোহরাব আলি। বিধায়কের দাবি, ইসিএল সঠিক পদ্ধতিতে খনি ভরাট না করাতেই বার বার মৃত্যুর ঘটনা ঘটছে। উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে ইসিএল এর বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তিনি। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে এই ঘটনা সেটা খতিয়ে দেখছেন তারা। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। |
রাস্তা সারানোর দাবিতে ঘেরাও |
রাস্তা সংস্কার-সহ কয়েক দফা দাবিতে বেলবাঁধ কোলিয়ারির এজেন্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন যুব তৃণমূলের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার। যুব তৃণমূলের জামুড়িয়া ব্লক-২ কমিটির সহ সভাপতি উদিপ সিংহ জানান, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের ওই অভাবে ওই খনি এলাকার রাস্তার বেহাল অবস্থা। এলাকায় জল সরবরাহ অনিয়মিত। কর্মী আবাসনগুলির অবস্থাও খারাপ। বিক্ষোভকারীদের দাবি, ওই এলাকার বিদ্যুত্বাহী তারগুলি দীর্ঘদিনের পুরনো হওয়ার জন্য মাঝে মধ্যেই ছোটখাট দুর্ঘটনা ঘটে। ওই কোলিয়ারির এজেন্ট মৃত্যুঞ্জয় সেন জানান, দাবিপত্র খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। |
চোরাই গাড়ি-সহ গ্রেফতার দু’জন |
একটি চোরাই গাড়ি-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার জাতীয় সড়কের গাঁধী মোড়ের কাছে লাল রঙের একটি গাড়িকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ সেটিকে তাড়া করে ধরে ফেলে। দুই আরোহীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃত দলবিন্দর সিংহ দুর্গাপুরের ধান্ডাবাগ ও দীপক সিংহ আসানসোলের চিনাকুড়ির বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, দীপক আগে একাধিক গাড়ি চুরিতে যুক্ত ছিল। ধৃতদের জেরা করে বিশদে জানার চেষ্টা চলছে।
|
কেবল-সহ যন্ত্রাংশ উদ্ধার মন্তেশ্বরে |
বৈদ্যুতিক কাজে ব্যবহৃত কেবল-সহ বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার হল মন্তেশ্বরের বরুণা গ্রামে। শুক্রবার বিদ্যুৎ দফতরের কালনা শাখার ডিভিশনাল ইঞ্জিনিয়ার চঞ্চল বিশ্বাস ওই গ্রামের একটি সাবমার্সিবল পাম্পে অভিযান চালিয়ে কেবল ও যন্ত্রাংশ উদ্ধার করেন। অভিযোগ, পাম্পটির মালিক চৌধুরি আশফাক হোসেন মিটারের সঙ্গে সংযোগ ছাড়াই সাবমার্সিবল পাম্পটি চালাচ্ছিলেন। চঞ্চলবাবু বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখি উনি বৈধ ভাবে পাম্পটি চালাচ্ছিলেন না।” তিনি জানান, মন্তেশ্বর শাখার বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছে, ওই পাম্প মালিকের বিরুদ্ধে এফআইআর করতে। চঞ্চলবাবুর দাবি, আরও কিছু জায়গায় আচমকা অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। |