খেলার টুকরো খবর


সেমিফাইনালে নেই বর্ধমান
সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে দু’গোলে এগিয়ে থেকেও সেমিফাইনালে উঠতে পারল না বর্ধমান। কেরলের কোট্টামে গ্রুপ লিগে চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জেতে বর্ধমান। তারা ২-০ গোলে হারিয়েছে বোম্বেকে, উৎকলকে ১-০ গোলে ও আন্নামালাইকে ৪-০ গোলে হারায়। গোলশূন্য ড্র করে হরিয়ানার রোটকের সঙ্গে। আন্তঃবিশ্ববিদ্যালয় পূর্বাঞ্চলীয় প্রতিযোগিতায় তৃতীয় স্থান পাওয়া বর্ধমানের কোয়ার্টার ফাইনালে দেখা হয় আয়োজক মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সেই ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েও বর্ধমান হারে ২-৩ গোলে।

বার্নপুরে ক্রিকেট

নওজোয়ান ক্লাব আয়োজিত ক্রিকেটে শুক্রবার প্রথম খেলায় জয়ী হয় সুপার শৌর্য। বার্নপুর বয়েজ স্কুল মাঠে তারা রেল কোয়ার্টার সিসিকে ৮ উইকেটে হারায়। রেল কোয়ার্টার সব কটি উইকেট হারিয়ে ৮৭ রান করে। জবাবে সুপার ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। দ্বিতীয় খেলায় জয়ী হয় এবি টাইপ। তারা খেলি ক্লাবকে ৮ উইকেটে হারায়।

জিতল ইছলাবাদ

দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে সঞ্জীব দাসের শতরানের সুবাদে জয়ী হল ইছলাবাদ এসি। তারা ৪৪ রানে হারিয়েছে রথতলা প্রভাত প্রগতি সঙ্ঘকে। ইছলাবাদ প্রথমে ৩৫ ওভারে ১৯৯-৬ করে। তাতে সঞ্জীবের অবদান ৬০ বলে ৯টি বাউন্ডারি ও ৯টি ওভার বাউন্ডারিতে সাজানো ১০৮। এটি এই মরশুমের প্রথম সেঞ্চুরি। রথতলার স্নেহাশিস ভট্টাচার্য ১৬ রানের বিনিময়ে চার উইকেট দখল করেন। পরে প্রভাত প্রগতি ৩১ ওভারে ১৫৫ রান করে সকলে আউট হয়ে যায়। তাদের মহম্মদ সাবির আলম করেন ৩৫। ইছলাবাদের দেবাশিস রায় ১৭ রানে ৫ উইকেট পান।

জিতল বর্ধমান

আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে প্রথম ম্যাচে বর্ধমান ১ উইকেটে হারিয়েছে বীরভূমকে। খেলাটি হয় বীরভূমের সিউড়ি স্টেডিয়ামে। বীরভূম ৩০ ওভারে ৮২ করে । বর্ধমানের দেবজ্যোতি মিত্র ৫টি, অরিজিৎ মণ্ডল ও প্রেমজিৎ সরেন দু’টি করে উইকেট দখল করে। পরে বর্ধমান ২৬ ওভারে করে ৮৩-৯। অরুনাভ বন্দ্যোপাধ্যায় করে ২১। শনিবার বর্ধমান খেলবে মুর্শিদাবাদের সঙ্গে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.