অস্ত্রোপচারে বেরোল তার
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অস্ত্রোপচার করে মূত্রনালী থেকে মোবাইলের হেডফোনের তার বের করলেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার বর্ধমান মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগে সিস্টোস্কোপির মাধ্যমে তারটি বার করা হয়। ইউরোলজি বিভাগের প্রধান চিকিৎসক সঞ্জয় দাস বলেন, “মনিরুল শেখ (২২) নামে এক যুবক মঙ্গলবার আউটডোরে দেখাতে এসেছিলেন। হেডফোনের তারটি তিনি নিজেই ব্লাডারের ভিতরে ঢুকিয়েছিলেন। সেটি শরীরের অনেক ভিতরে ঢুকে গিয়েছিল। অস্ত্রোপচার করে বার করা না হলে বড় ধরনের সমস্যা ঘটত।” ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
|
হাসপাতালের ওয়েবসাইট চালু |
বেসরকারি উদ্যোগে গড়ে তোলা বাদুড়িয়ার থ্যালাসেমিয়া হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের ওয়েবসাইট উদ্বোধন করেন উত্তরাখণ্ডের রাজ্যপাল আজিজ কুরেশি। দিলীপ হাইস্কুল ময়দানে আয়োজিত ভারতমেলার অনুষ্ঠান-মঞ্চ থেকে বুধবার ওই ওয়েবসাইটটির উদ্বোধন করেন তিনি। ২০১২ সালে চালু হয় হাসপাতালটি। |