টুকরো খবর
ক্যানাল থেকে উদ্ধার দেহ
ক্যানেল থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। বৃহস্পতিবার শিলিগুড়ির ফাঁসিদেওয়ায় মহানন্দা ক্যানেলে মৃতদেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোহন রজক (২৭)। বাড়ি জলপাইগুড়ির রায়কতপাড়ায়। মৃতের মাথায় হেলমেট পরা ছিল। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের শরীরে কোনও রকম আঘাতের চিহ্ন ছিল না। পুলিশের অনুমান সাত আটদিন আগে মোহন জলে পড়ে গিয়ে থাকবে। মৃতদেহের কাছ থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে তাঁর পরিচয় জানতে পেরেছে পুলিশ। পুলিশ জলপাইগুড়ি কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগ করছে।

আজ শুরু বাউল উত্‌সব
আজ শুক্রবার থেকে ডুয়ার্সের গজলডোবায় শুরু হচ্ছে বাউল উত্‌সব। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত উত্‌সব চলবে। এরপরে ফের ১৬ জানুয়ারি থেকে আরেকটি বাউল উত্‌সব শুরু হয়ে চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। ফি বছর গজলডোবায় দু’টি পৃথক গোষ্ঠীর বাউল গানের উত্‌সব আয়োজিত হয়। আজ শুক্রবার থেকে গজলডোবা ৭নম্বর এলাকায় প্রথম বাউল উত্‌সবটি শুরু হচ্ছে। আয়োজনে ৭নম্বর গজলডোবা বাউল কমিটি। দু’টি উত্‌সবেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পীরা অংশ গ্রহন করবেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। এ বছর ৭ নম্বর বাউল কমিটির উত্‌সবে দুই দিনাজপুর, কলকাতা, বীরভূম, কোচবিহার থেকে বাউলরা আসছেন। দেহতত্ত্বশিল্পী হিসেবে পরিচিত মালদহের অষ্টম ঘোষ, ভাবরসের শিল্পী কলকাতার আরতি বালা এবারের উত্‌সবে উপস্থিত থাকবেন। ১০ নম্বর কমিটির উত্‌সবে বরিশাল থেকে শ্যামল দাস বাউল আসছেন। অসম থেকেও বাউলরা ১০নম্বরের উত্‌সবে যোগ দেবেন বলে জানা গিয়েছে। দূর দূরান্ত থেকে আসা শ্রোতাদের অথবা পর্যটকদের থাকার ব্যবস্তাও করে কমিটি। গজলডোবা ৭নম্বর বাউল কমিটির সভাপতি রুপচাঁদ বৈদ্য, সম্পাদক রতন মণ্ডলদের কথায় গজলডোবার বাউল উত্‌সব একটা ঐতিহ্য। মালবাজারের মহকুমাশাসক জ্যোর্তিময় তাঁতি বলেন, “সরকারি সাহায্যের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।” সম্পাদক হামেদুর রহমান বলেন, “সব দলেই সুবিধাবাদীরা থাকে। তারা দল ছাড়লে দলের পক্ষে মঙ্গল।”

জেলাশাসকের কাছে বামেরা
জলপাইগুড়ি জেলা পরিষদের অচলাবস্থা কাটাতে জেলাশাসকের দ্বারস্থ হলেন জেলা বামফ্রন্ট নেতৃত্ব। বৃহস্পতিবার বামফ্রন্টের একদল প্রতিনিধি জেলাশাসককে স্মারকলিপি দিয়ে জানান, বিরোধী দলনেতা না থাকায় জেলা পরিষদের কাজে সমস্যা হচ্ছে। তাঁরা দ্রুত বিরোধী দলনেতা নির্বাচনের ব্যবস্থা করার আর্জিও জানান। জেলা বামফ্রন্ট আহ্বায়ক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় জানান, প্রশাসনের তরফে ব্যবস্থা না নেওয়া হলে জেলা জুড়ে আন্দোলন শুরু করা হবে। জলপাইগুড়ি জেলাপরিষদের ৩৭ টি আসনের মধ্যে ২৭ টি বামফ্রন্টের দখলে। ৪টি করে আসন পেয়েছে কংগ্রেস এবং তৃণমূল। ১টি করে আসন গোর্খা জনমুক্তি মোর্চা ও আদিবাসী বিকাশ পরিষদের দখলে রয়েছে। বামফ্রন্ট নেতৃত্বের অভিযোগ, কে বিরোধী দলনেতা হবেন সেটা নিয়ে কংগ্রেস ও তৃণমূলের বিবাদ না মেটায় জটিলতার সৃষ্টি হয়েছে। সিপিএমের জেলা ম্পাদকমণ্ডলীর সদস্য সলিল আচার্য বলেন, “বিরোধী দলনেতা না থাকায় অনেক কাজেই সমস্যা হচ্ছে।”

আবাসনে চুরি
নেট কেটে অস্থায়ী বনকর্মীর আবাসনে চুরির অভিযোগ ওঠেছে কালচিনিতে। বুধবার রাতে ঘটনাটি এক বনকর্মীর বাড়িতে আলমারি ভেঙে সোনার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ। অস্থায়ী বন কর্মী অমিত বন্দ্যোপধ্যায় অভিযোগ করে জানিয়েছেন, বুধবার রাতে পরিবারের সকলে পিকনিক করতে বাইরে গিয়েছিলেন। রাত এগারোটা নাগাদ বাড়ি ফিরে দেখেন বাড়ির পেছনে নেটে কেটে চুরির ঘটনা ঘটেছে।

গাড়ি উল্টে জখম
যাত্রীবাহী গাড়ি উল্টে জখম হলেন ১৪ জন যাত্রী। বৃহস্পতিবার সকালে ডুয়ার্সের বাগরাকোট এবং ওদলাবাড়ির মাঝখানে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি বাগরাকোটের দিক থেকে ওদলাবাড়ি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে পুলিশ জানিয়েছে। আহতদের মালবাজার হাসপাতালে নিয়ে আসা হলে ১২ জনকে প্রাথমিক চিকিত্‌সার পর ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর জখম অবস্থায় সপ্তম শ্রেণির ছাত্র আনন্দ ওঁরাওকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.