পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সিভিক পুলিশের। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ হলদিয়া-ফরাক্কা বাদশাহী সরকের উপর বড়ঞা থানার করালীতলা মোড়ের এই ঘটনায় মৃতের নাম আসরাফ হোসেন(২৮)। তিনি স্থানীয় একঘোড়িয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বড়ঞা থানায় কাজ করে মোটরবাইক চালিয়ে ফিরছিলেন ওই দুই যুবক। হঠাৎই করালীতলা মোড়ের কাছে একটি ট্রাক্টর ধাক্কা মারে তাঁদের বাইকে। দু’জনেই ছিটকে পড়েন বাইক থেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আসরাফের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি ধাক্কা মারে ওই মোটরবাইকে।
|
কৃষি দফতরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
অস্থায়ী চতুর্থ শ্রেণীর কর্মী পদে নিয়োগের দাবিতে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বৃহস্পতিবার নদিয়া জেলার কৃষি দফতরে বিক্ষোভ দেখালেন। তাঁরা বেশ খানিকক্ষণ দফতরের কর্মীদের আটকে রাখেন। বিক্ষোভকারীদের অভিযোগ, “দৈনিক মাত্র ১৭৩ টাকায় কাজ করি।মাসের বেশির ভাগ দিনই কাজ থাকে না। প্রায় ছ’মাস ধরে কোনও মজুরি মেলেনি। এখন স্থায়ী বেতন দিয়ে কিছু লোক নেওয়া হচ্ছে। সেখানে আমাদের কোনও স্থান নেই।” |
চলছে বিক্ষোভ। —নিজস্ব চিত্র। |
কৃষি দফতর সূত্রের খবর, গত মার্চে নদিয়ার এমন ৬২ জনকে নিয়োগ করা হয়েছে। তারপর আর কোনও নিয়োগের নির্দেশ আসেনি। কৃষি দফতরের উপ অধিকর্তা (প্রশাসনিক) পার্থ প্রামাণিক বলেন, “এই মুহূর্তে নতুন করে নিয়োগের নির্দেশ আসেনি।” |
বারুদ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ভারত- বাংলাদেশ সীমান্ত লাগোয়া চর থেকে বৃহস্পতিবার সকালে সাড়ে ৯ কিলোগ্রাম বারুদ ও ৬ কিলোগ্রাম লোহার বল আটক করল রঘুনাথগঞ্জের বাহুরা ক্যাম্পের ২০ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা। বিএসএফ সূত্রের খবর, এ দিন এক কিশোর সাইকেলে করে ১৫ কিলোগ্রাম চাল নিয়ে সীমান্ত লাগোয়া চরের পথ ধরে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় ওই কিশোরকে ধাওয়া করেন জওয়ানরা। সাইকেল ও চালের বস্তা ফেলে পদ্মায় ঝাঁপ দেয় সে। জওয়ানরা চালের বস্তা খুলতেই বোমা তৈরির বারুদ ও বল মেলে। এগুলি বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল অনুমান বিএসএফের। |