বিদ্যুতের তার সরানোর দাবিতে পথ অবরোধ |
সিইএসসি-র নতুন প্রকল্পের কাজ চলাকালীন জমিতে বিদ্যুতের তার পড়ে থাকায় ব্যাহত হচ্ছে চাষের কাজ। জমি থেকে বিদ্যুতের তার দ্রুত তুলে নেওয়ার জন্য প্রশাসন ও সিইএসসি কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানিয়েছেন সুতাহাটা ব্লকের কুঁকড়াহাটি পঞ্চায়েত এলাকার চাষিরা। কিন্তু কোনও কাজ না হওয়ায় বৃহস্পতিবার চাষিরা চৈতনাপুর-কুঁকড়াহাটি রাস্তা এক ঘণ্টা অবরোধ করেন। পুলিশ এসে সিইএসসি কতৃর্পক্ষের সঙ্গে কথা বলানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে। সুতাহাটার বানেশ্বরচকে সিএএসসির নতুন প্রকল্পে বিদ্যুতের টাওয়ারগুলি থেকে তার টাঙানোর কাজ চলছে। চাষিদের কিছু আপত্তিতে গত ২৪ ডিসেম্বর থেকে কাজ বন্ধ হয়। তখন পুলিশ আশ্বাস দেয়, ২ জানুয়ারি কুঁকড়াহাটি পঞ্চায়েত অফিসে চাষিদের সঙ্গে আলোচনায় বসবেন পুলিশ ও সিইএসসি কর্তৃপক্ষ। কিন্তু এ দিন আলোচনার জন্য নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কেউ না আসায় ক্ষুব্ধ চাষিরা অবরোধ শুরু করেন। চাষিদের পক্ষে শেখ রহিসুলের বক্তব্য, “চাষিদের সম্পূর্ণ অন্ধকারে রেখে জমির উপর দিয়ে তার টাঙানো হচ্ছে। জমিতে তারও ফেলে রাখা হয়েছে। চাষিদের অভিযোগ, এমনিতেই জমির উপর দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন তার যাওয়ায় জমির অর্থমূল্য কমে যাবে। তার উপর জমিতে তার পড়ে থাকায় চাষিরা চাষের কাজ করতে পারছেন না। কোথাও কোথাও বীজতলাও নষ্ট হচ্ছে। কিন্তু ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কোনও পক্ষই চাষিদের কিছু জানায়নি। সিইএসসির ওই প্রকল্পের জেনারেল ম্যানেজার সুদীপ্ত মুখোপাধ্যায় বলেন, “প্রকল্পের যাবতীয় কাজ আইন মেনেই করা হচ্ছে। প্রয়োজনে চাষিরা আইন অনুযায়ী নির্দিষ্ট ক্ষতিপূরণ পাবেন।”
|
রেশন ডিলারকে শো-কজ দাসপুরে |
ওজনে মাল কম দেওয়া, পাকা রসিদ না দেওয়া-সহ একগুচ্ছ অভিযোগ উঠল দাসপুরের জ্যোতঘনশ্যামের এক রেশন ডিলারের বিরুদ্ধে। সম্প্রতি কয়েকজন গ্রাহক মদনচন্দ্র মাইতি নামে ওই ডিলারের বিরুদ্ধে ঘাটাল মহকুমা খাদ্য নিয়ামকের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে খাদ্য দফতরের আধিকারিকরা তদন্তে নামেন। ঘাটাল মহকুমার খাদ্য নিয়ামক রাধারমণ মণ্ডল বলেন, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। তাই ওই ডিলারকে শো-কজ করা হয়েছে। উত্তর পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে।”সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই ওই রেশন ডিলারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা নীলমনি হাইত, শীতলচন্দ্র গুছাইতদের অভিযোগ, “ওজনে মাল কম দেওয়া একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আমরা মৌখিক ভাবে বহুবার ওঁকে বলেছি। উনি গুরুত্ব দেননি।” অভিযুক্ত ডিলার মদনবাবু বলেন, “আমি বহু দিনের ডিলার। কিছু ত্রুটি রয়েছে হয়তো। তবে উপভোক্তাদের বঞ্চিত করেছি বলা যাবে না।” দফতর সূত্রের খবর, দফতরে আরও কয়েকজন ডিলারের বিরুদ্ধে অভিযোগ জমা এসেছে। সেগুলির তদন্ত শুরু হয়েছে। মহকুমা খাদ্য নিয়ামক বলেন, “এখন ফোনে বা দফতরে কেউ কোনও অভিযোগ করলেই আমরা তদন্ত শুরু করছি।”
|
নন্দীগ্রামে জমিরক্ষা আন্দোলনের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠান আজ। এই উপলক্ষে কালীচরণপুরের ভূতার মোড়ে একটি সভার আয়োজন করেছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। কমিটির নেতা তথা নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আবু তাহের জানান, সভায় শহিদ পরিবারের সদস্য ও আহতেরা ছাড়াও উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী।
|
পুরসভার কমিউনিটি হলের উদ্বোধন হল কাঁথির দারুয়াতে। বৃহস্পতিবার হলের উদ্বোধন করেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। ২৬ লক্ষ টাকা ব্যয়ে ওই কমিউনিটি হল তৈরি করা হয়েছে। |