টুকরো খবর
সিপিআইয়ের ট্যাবলো প্রচারের সূচনা
রাজ্য ও কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি, সন্ত্রাস, নারী নির্যাতন-সহ নানা অব্যবস্থার প্রতিবাদে ট্যাবলোয় প্রচার জাঠার সূচনা করল জেলা সিপিআই। বৃহস্পতিবার সকালে খড়্গপুরের বোগদা থেকে এই ট্যাবলো যাত্রার সূচনা করেন দলের জেলা সম্পাদক সন্তোষ রাণা। উপস্থিত ছিলেন জেলা সম্পদকমণ্ডলীর সদস্য বিপ্লব ভট্ট, খড়্গপুরের আঞ্চলিক পরিষদের সম্পাদক অসিত বসাক প্রমুখ। আগামী ১৭ জানুয়ারি কলকাতার রানি রাসমনি রোডে জন সমাবেশের ডাক দিয়েছে সিপিআই। সন্তোষবাবু বলেন, “বিজেপি ও কংগ্রেস একই আর্থিক নীতির রূপকার। তাই বিকল্প নীতির লক্ষে আমাদের এগোতে হবে।” কলকাতার সমাবেশের প্রচারে জেলার ১২৫টি জায়গায় পথসভা হবে বলে ঠিক হয়েছে। এ দিন বোগদা ছাড়াও সাহাচক, ধারেন্দা, নিমপুরা, কেশপাল, মাতকাতপুর, সতকুঁই, পুরাতনবাজার, কৌশল্যা-সহ এগারোটি জায়গায় ট্যাবলো পৌঁছলে পথসভা হয়। আগামী ১৬ জানুয়ারি খড়্গপুরে একটি মোটর বাইক র্যালি করার কথাও জানান বিপ্লববাবু।

বিবেকানন্দের মূর্তি উন্মোচন গড়মালে

বিবেকানন্দের মূর্তি উন্মোচন।
স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন হল শালবনির গড়মাল প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে। বৃহস্পতিবার মূর্তি উন্মোচিত করেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শ্রুতিসারানন্দ। এ দিন থেকে শুরু হয়েছে বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন হয়। তারপর সুসজ্জিত পদযাত্রা বেরোয়। মূল অনুষ্ঠান হয় দুপুরে। বিদ্যালয়ের তোরণ ও উদ্যানের দ্বারোদ্ঘাটন হয়। দেওয়াল পত্রিকা ও স্মরণিকা ‘উদয়’ প্রকাশ হয়। উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) কবিতা মাইতি, শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, সদর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অরুণাভ প্রহরাজ, স্থানীয় পঞ্চায়েত প্রধান বৃতি চক্রবর্তী প্রমুখ। শেষ দিনে থ্যালাসেমিয়া নির্ণয় শিবিরের আয়োজন করা হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু যুবকের
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম কাঞ্চন মাহাতো (২৯)। বৃহস্পতিবার খড়্গপুর গ্রামীণের কলাইকুণ্ডার খেমাশুলি এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ওই যুবকের বাড়ি সাঁকরাইলের তুঙ্গাধুয়ায়। এ দিন সাঁকরাইল থেকে ৬ নম্বর জাতীয় সড়ক ধরে খড়্গপুরের নিমপুরার দিকে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন কাঞ্চনবাবু। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারলে কাঞ্চনবাবু গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। রাতেই তাঁর মৃত্যু হয়।

প্রতিবাদ মিছিল

মেদিনীপুর শহরে নারী নিগ্রহ কমিটির মিছিল।
মধ্যমগ্রামের ছাত্রীর মৃত্যুর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে নারী নিগ্রহ প্রতিরোধ কমিটি বৃহস্পতিবার মেদিনীপুর শহরে মৌন মিছিল করে। বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়। শেষ হয় রবীন্দ্র মূর্তির পাদদেশে। মিছিলে পা মেলান প্রধান শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ ভুঁইয়া, অধ্যাপক দেবাশিস আইচ। এদিনই ডিএসও ধিক্কার দিবস পালন করে। ওই ঘটনার প্রতিবাদে এদিন মেদিনীপুর শহরে মিছিল করে এবিটিএ। শিক্ষকেরা মোমবাতি হাতে শহর পরিক্রমা করে।

হীরক জয়ন্তী
মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের হীরক জয়ন্তী বর্ষের সূচনা উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠান হয়। হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আগামী এক বছর ধরে নানা কর্মসূচি হবে।

প্রতিষ্ঠা দিবস
সাড়ম্বরে পালিত হল খড়্গপুরের ভারতী বিদ্যাপীঠের ৪৯তম প্রতিষ্ঠা দিবস। বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে ছিলেন সাহিত্যিক নন্দদুলাল রায়চৌধুরী, পীযূষকুমার পালিত প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.