পরিবেশ উন্নয়নে এডিবি-র সাহায্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এশীয় উন্নয়ন ব্যাঙ্কের (এডিবি) আর্থিক সহায়তায় শুরু হতে চলেছে কলকাতার পরিবেশ উন্নয়নের দ্বিতীয় দফার কাজ। আজ, শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদনের জন্য পেশ করা হবে। ২০০০ সালে এডিবি এবং ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন দফতরের আর্থিক সাহায্যে পরিবেশ উন্নয়নের প্রথম দফার কাজ শুরু হয়েছিল। ২০১৩ সালের জুন মাসে ১৮০৬ কোটি টাকা বরাদ্দের সেই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। নবান্ন সূত্রের খবর, দ্বিতীয় পর্যায়ের কাজের জন্য প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ হবে। এর প্রায় আড়াই হাজার কোটি টাকা দেবে এডিবি। কলকাতা পুরসভা দেবে প্রায় সাড়ে তিনশো কোটি এবং রাজ্য সরকার দেবে বাকি সাড়ে ছ’শো কোটি টাকা। সেই টাকা কলকাতা পুর এলাকার জল সরবরাহ, বর্জ্য ও নিকাশি ব্যবস্থার উন্নয়নে খরচ করা হবে। এই প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে কলকাতা পুরসভা। রাজ্য সরকারকে আগামী ২৫ বছরের মধ্যে এডিবি-র এই টাকা শোধ করতে হবে।
|
‘অত্যন্ত বিপন্ন’ তালিকাভুক্ত সাদা পেট হেরন-এর দেখা মিলল ভারত-ভুটান সীমান্তে। বিশ্বে বর্তমানে ওই প্রজাতির পাখির সংখ্যা আড়াইশোর কাছাকাছি। এ ঘটনায় উত্সাহী পাখি বিশেষজ্ঞ, সংরক্ষণ কর্মীরা। বিদেশের একটি সংরক্ষণ সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে মানসের |