শর্তসাপেক্ষে সুবিধা বড় বিদ্যুৎ প্রকল্পকে
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
২ জানুয়ারি |
বৃহৎ বিদ্যুৎ প্রকল্প নীতির ক্ষেত্রে আনা সংশোধনীতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি (সিসিইএ)। নয়া নীতিতে এ ধরনের মেগা বিদ্যুৎ প্রকল্পের নির্মাতা সংস্থাকে শর্তসাপেক্ষে কিছু সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। শর্তগুলি হল:
• সংস্থাকে তার উৎপাদন ক্ষমতার অন্তত ৬৫% প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে বিক্রি করতে হবে। আগে তা ছিল ৮৫%।
• বাকি ৩৫% সংশ্লিষ্ট রাজ্যের নীতি মেনে নিয়ন্ত্রিত শুল্কে বিক্রি করতে হবে।
• জমা দিতে হবে প্রকল্পের আয়তন সংক্রান্ত শংসাপত্র এবং জামানত বাবদ ৩৬ মাসের জন্য করা ব্যাঙ্কের স্থায়ী আমানতের রসিদ।
• যন্ত্রপাতি আমদানির পর সর্বোচ্চ ৬০ মাসের মধ্যে এগুলি জমা দিতে হবে। আগে ছিল ৩৬ মাস।
নয়া নীতিতে ১ হাজার মেগাওয়াট বা তার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতার তাপবিদ্যুৎ প্রকল্প ও ৫০০ মেগাওয়াট বা তার বেশি ক্ষমতার জলবিদ্যুৎ প্রকল্প বিনা শুল্কে যন্ত্রপাতি আমদানি করতে পারবে।
|
বিদেশে যেতে আবেদন সহারা কর্তার
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
২ জানুয়ারি |
ব্যবসার কাজে ব্রিটেন এবং আমেরিকায় যাওয়ার অনুমতি পেতে বৃহস্পতিবার ফের সুপ্রিম কোর্টে আবেদন করলেন সহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায়। এর আগে লগ্নিকারীদের ২০ হাজার কোটি টাকা ফেরত না-দেওয়া পর্যন্ত সহারা কর্ণধারকে দেশ ছাড়তে নিষেধ করেছিল শীর্ষ আদালত। ৯ তারিখে আবেদনের শুনানি হওয়ার কথা। ওই দিনই সুপ্রিম কোর্টে ২০ হাজার কোটি ফেরত দেওয়া নিয়ে চলা মামলারও শুনানি রয়েছে।
পুরনো খবর: সহারা কর্তার শাস্তির আর্জি সেবির
|
ভর্তুকিতে পাওয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১২ করার দাবি সরকার বিবেচনা করবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। বৃহস্পতিবার নয়াদিল্লিতে তিনি বলেন, অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীই এই দাবি জানিয়েছেন। পাশাপাশি ভতুর্কিবিহীন সিলিন্ডারের দাম সম্প্রতি ২২০ টাকা বাড়ানোর প্রতিবাদও করেছেন তাঁরা। অর্থমন্ত্রীর কথায়, “তেল মন্ত্রক বর্ধিত দাম চালু করেছে কি না, তা জানা নেই। আমরা দু’টি দাবিই বিবেচনা করে দেখব।”
|
২০১৪-’১৫ মরসুমে পাটের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টলে ১০০ টাকা বাড়িয়ে ২৪০০ টাকা করতে সায় দিল সিসিইএ। |