মেলায় লাঠিচার্জের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
পুলিশের বিরুদ্ধে ‘ভাঙা’ মেলায় ব্যবসায়ীদের উপরে লাঠিচার্জ করার অভিযোগ উঠল। বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিনিকেতনের পৌষমেলার ঘটনা। পুলিশ অবশ্য ওই দাবি অস্বীকার করেছে। আনুষ্ঠানিক ভাবে গত ২৬ ডিসেম্বরই পৌষমেলা শেষ হয়ে গিয়েছে। ফির বছরের মতো তার পরেও বেশ কিছু দিন ধরে ‘ভাঙা’ মেলাতেই ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেছেন। মেলা কর্তৃপক্ষের দাবি, গত ৩১ ডিসেম্বর থেকে বারবার মাঠে ব্যবসায়ীদের উঠে যেতে অনুরোধ করা হচ্ছে। কিন্তু শুক্রবার বিকেল পর্যন্ত ‘ভাঙা’ মেলা ছিল জমজমাট। শান্তিনিকেতন ট্রাস্টের সাম্মানিক সম্পাদক অনিল কোনার বলেন, “ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছিল। শুক্রবারের মধ্যে তাঁরা মাঠ থেকে উঠে যাওয়ার আশ্বাসও দিয়েছিলেন। সেই মতো মেলা চত্বর পরিচ্ছন করার কাজও শুরু হয়েছে।” কিন্তু অভিযোগ, ব্যবসায়ীরা সেই অনুরোধ রাখেননি। এ দিনও পর্যটকেরা ‘ভাঙা’ মেলায় ভিড় করেছেন। তার পরেই পুলিশ এ দিন ‘ব্যবস্থা’ নেয় বলে অভিযোগ। সন্ধ্যায় বোলপুরের কাছারিপট্টির বধূ শম্পা মণ্ডল, কলকাতার পর্যটক দেবাশিস সামন্তরা বলেন, “পুলিশ সন্ধ্যায় ওই মেলায় অস্থায়ী ভাবে চলা আলোর সংযোগ কেটে দিয়েছে। লাঠিচার্জও করেছে।” যদিও পুলিশের দাবি, মেলা শেষ হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও অনেকেই বেআইনি ভাবে মাঠে পসরা সাজিয়ে বসে আছেন। তাঁদের নিজেদের সামগ্রী সরিয়ে চলে যাওয়ার জন্য বারবার মাইকে করে প্রচার করা হয়েছে। তা সত্ত্বেও তাঁরা পসরা সাজিয়ে বসেছেন। এ দিন সন্ধ্যায় তাঁদের সতর্ক করা হয়েছে মাত্র। কাউকে লাঠিচার্জ করা হয়নি।
|
নাবালিকাকে যৌন নির্যাতনের নালিশ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
চার বছরের মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে। বুধবার রাতে সিউড়ি থানায় নিগৃহীতার পরিবার শেখ মোতির বিরুদ্ধে অভিযোগ করেছে। পুলিশ অভিযুক্তকে ধরতে পারেনি। পুলিশ সুপার সি সুধাকর বলেন, “মেয়েটির মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। অভিযুক্তকে শীঘ্রই ধরা হবে।” আপাতত সিউড়ি জেলা হাসপাতালে ওই শিশুকন্যার চিকিৎসা চলছে। সিউড়ি থানা এলাকায় ওই ঘটনাটি ঘটেছে গত ২৮ ডিসেম্বর। ওই দিন সন্ধ্যায় মেয়েটি ঘটনার দিন সন্ধ্যাবেলা মেয়ে প্রতিবেশীদের বাড়িতে খেলতে গিয়েছিল। সেখানে শেখ মোতি নামে ওই যুবক উপস্থিত হয়। অভিযোগ, তখনই সে মেয়েটির উপরে যৌন নির্যাতন চালায়। পরে স্নান করানোর সময় মেয়েটির শরীরে ক্ষত দেখে তার মায়ের সন্দেহ হয়। নির্যাতিতার মা বলেন, “মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে বিষয়টি ধরা পড়ে।” স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত যুবককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ শুক্রবার তাঁরা মিছিল বের করবেন।
|
বাসস্ট্যান্ডে দেহ
নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
বাসস্ট্যান্ড চত্বরে এক যুবকের মৃতদেহ মিলল। বৃহস্পতিবার সকালে সিউড়ি বাসস্ট্যান্ড চত্বরের ওই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। সকালে বাসিন্দাদের একাংশ মৃতদেহটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তা উদ্ধার করে। মৃতের পরিচয় জানা যায়নি।
|
একশো দিন প্রকল্পে তৃণমূলের কর্মী-সমর্থকদের কাজ দিচ্ছে না সিপিএম—এই অভিযোগ তুলে প্রতিবাদ করায় এক মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ নলহাটির নিধিয়া গ্রামে। |