মমতার আর্জি মেনেই নবান্নে আজ রাজ্যপাল
বারবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়েই আজ, বৃহস্পতিবার নবান্নে যাচ্ছেন রাজ্যপাল এম কে নারায়ণন। বুধবার, ইংরেজি নববর্ষের ছুটিতেও তাই গঙ্গার পশ্চিম পাড়ে রাজ্য সরকারের নতুন সচিবালয়ে দিনভর চলল প্রস্তুতি।
নবান্নে আজ রাজ্য সরকারের ‘প্রশাসনিক ক্যালেন্ডার ২০১৪’ প্রকাশ করা হবে। এই উপলক্ষে মঞ্চ তৈরি হয়েছে নবান্ন-চত্বরের গাড়ি রাখার জায়গায়। সেই মঞ্চে এ দিন দুপুরে এক দল কিশোরী গানের মহড়া দিল। প্রশাসনের সদর দফতর থেকে ঢিলছোড়া দূরত্বে বিদ্যাসাগর সেতু। তার রং-চটা জায়গায় নতুন রঙের প্রলেপ পড়েছে। জল ঢেলে ধোয়া হয়েছে নবান্নের লাগোয়া পথঘাট।
রাজভবনের কোনও বাসিন্দা এর আগে সচিবালয়ে গিয়েছেন কি না, তা নিয়ে এ দিন সরকারি মহলে বিস্তর জল্পনা চলে। প্রশাসনের একটি সূত্রের খবর, রাজ্যে কোনও নির্বাচিত সরকার ক্ষমতায় থাকাকালীন কোনও রাজ্যপাল সচিবালয়ে যাননি। সে-দিক থেকে নারায়ণন প্রথম। তবে প্রশাসনের অন্য একটি অংশের বক্তব্য, প্রায় এক ঘণ্টার অনুষ্ঠানটি হবে নবান্নের ‘পার্কিং লট’-এ এবং রাজ্যপাল উপস্থিত থাকবেন সেখানেই। তবে মমতারই অনুরোধে তিনি অল্প সময়ের জন্য নবান্নের ১৪তলায় গিয়ে মুখ্যমন্ত্রীর ‘কনফারেন্স হল’-এ চা-চক্রে যোগ দেবেন।
কিন্তু রাজ্যপাল সচিবালয়ে যেতে রাজি হলেন কেন?
নবান্নের খবর, রাজ্য সরকারের অভিনব উদ্যোগ ‘প্রশাসনিক ক্যালেন্ডার’ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করার জন্য রাজ্যপালকে নবান্নে আসতে বারবার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। সেই অনুরোধে সাড়া দিয়েই রাজ্যপাল সেখানে যাচ্ছেন। এবং রাজ্যপালের সচিবালয় সফর ঘিরে এ দিন নবান্নের কর্তাদের মধ্যে বাড়তি সতর্কতা নজরে পড়েছে। সব কাজ ঠিকমতো হচ্ছে কি না, সারা দিন তার দেখভাল করেছেন স্বরাষ্ট্র ও পূর্ত দফতরের অফিসার ও ইঞ্জিনিয়ারেরা।
বছরভর সরকারের বিভিন্ন দফতর কী কাজ করবে, সেই কাজ কত দিনের মধ্যে শেষ হবে দিনক্ষণ ধরে তার যাবতীয় তথ্য থাকবে ‘প্রশাসনিক ক্যালেন্ডার ২০১৪’-র পাতায় পাতায়। সব মিলিয়ে ২৩৬ পাতার ক্যালেন্ডার। সরকারি কর্তাদের দাবি, এতে স্বচ্ছতার পাশাপাশি সরকারি প্রকল্প রূপায়ণে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের দায়বদ্ধতাও সুনিশ্চিত করা সম্ভব হবে। সরকারি কাজের ক্ষেত্রে এই ধরনের প্রয়াস রাজ্যে এই প্রথম।
রাজ্যবাসীর জ্ঞাতার্থে প্রশাসনিক ক্যালেন্ডারটি সরকারের ওয়েবসাইটেও দেওয়া হবে বলে নবান্ন সূত্রের খবর। নবান্নের এক কর্তার কথায়, “এত দিন প্রকল্প-পরিকল্পনার কথা ফাইলের মধ্যে আটকে থাকত। এ বার তা প্রকাশ্যে আনা হচ্ছে। ফলে বছরের শুরুতে কোন দফতর কী প্রতিশ্রুতি দিচ্ছে, সকলেই তা জেনে
যাবেন। এতে কাজ শেষ করার জন্য প্রশাসনের উপরে চাপ বাড়বে। মুখ্যমন্ত্রী এটাই চান।”
ক্যালেন্ডার প্রকাশের অনুষ্ঠান শুরু হবে বেলা ৩টেয়। রাজ্যপাল সেটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তৃতা দেবেন। কিছু কথা বলবেন মুখ্যমন্ত্রীও। ওই মঞ্চ থেকেই রিমোট কন্ট্রোলে সাগরদ্বীপের একটি জেটি এবং যুব আবাসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পরে কন্যাশ্রী প্রকল্প, পূর্ত এবং পরিবার কল্যাণ দফতরের কিছু আধিকারিকের হাতে পুরস্কার তুলে দেবেন রাজ্যপাল।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রাজ্যের ৩১ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে বিশেষ সম্মান দিচ্ছে সরকার। সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ডাক্তার, নার্স, প্যাথোলজিস্ট এবং চতুর্থ শ্রেণির কর্মীদের মধ্য থেকে ওই ৩১ জনক বাছাই করা হয়েছে। এক কর্তা জানান, গ্রামবাংলার স্বাস্থ্য কেন্দ্রে থেকে যাঁরা নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা করে চলেছেন, তাঁদেরই ওই সম্মান দেওয়া হচ্ছে। গত ৬ ডিসেম্বর টাউন হলে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ওই দিন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার প্রয়াণে সেই অনুষ্ঠান বাতিল হয়ে যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.