দুর্ঘটনায় মৃত ৩
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
পিকনিকে যাওয়ার পথে উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন জনের। গুরুতর আহত হলেন সাত জন। তাঁরা সকলেই বরাবাজার এলাকার বাসিন্দা। বুধবার সকালে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের উপর পুরুলিয়া মফস্সল থানার ডুমুরডি গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন রাখাল কুম্ভকার (২৪), মহেন্দ্র সিংহ বাবু (২৫) ও অসীম রুইদাস (২৩)। দুর্ঘটনায় জখম সাত জনকে বোকারোয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্য একজনকে পুরুলিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।
|
পুরুলিয়ায় কল্পতরু দিবস
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
বুধবার দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পালিত হল রামকৃষ্ণ-বিবেকানন্দ ভক্ত সম্মেলন তথা কল্পতরু দিবস। এ দিন বিদ্যাপীঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরে সকালে মাঙ্গলিকীর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বামী শক্তিপ্রদানন্দ। শ্রীশ্রীঠাকুরের আত্মপ্রকাশে অভয় দানের তাৎপর্য আলোচনা করেন বিদ্যাপীঠের অধ্যক্ষ স্বামী জ্ঞানলোকানন্দ। দিনভর বাউল, ভক্তিগীতি-সহ নানা অনুষ্ঠান হয়। বহু দূরদূরান্ত থেকে ভক্তরা এসেছিলেন।
|
ধর্ম মহাসম্মেলন
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
লোক সংস্কৃতির শোভাযাত্রার মাধ্যমে বুধবার শুরু হল আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের তিন দিনের ধর্ম মহাসম্মেলন। জনসংযোগ সচিব দিব্যচেতনানন্দ অবধূত জানান, জয়পুরে আনন্দমার্গের সদর দফতর আনন্দনগরে সম্মেলনে এসেছেন মার্গগুরু প্রতিনিধি আচার্য কিংশুকরঞ্জন সরকার।
|