গেট ভেঙে স্কুলে ঢুকে কম্পিউটার ও যন্ত্রাংশ চুরি করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটার কলাসীমা স্বামী বিবেকানন্দ বিদ্যাপীঠে। ৮টি কম্পিউটার ও যন্ত্রাংশ এবং একটি প্রজেক্টর খোওয়া গিয়েছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। প্রধান শিক্ষক রমেশ চৌধুরী জানিয়েছেন, ওই দিন রাতে নৈশপ্রহরী স্কুলে ছিলেন না। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
|
সম্প্রতি শেষ হল গাইঘাটার বকচরার ‘সহচর’ সাংস্কৃতিক সংস্থার তিন দিনের সাংস্কৃতিক উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি ছিল জাদু প্রদর্শনী, সঙ্গীতানুষ্ঠান। অন্য দিকে, অশোকনগরের ‘স্বস্তি’ সামাজিক সংস্থার বার্ষিক উৎসব শুরু হয়েছে ১৫ ডিসেম্বর থেকে। শেষ হয়েছে ১ জানুয়ারি। বিভিন্ন দিনে স্বাস্থ্য শিবির, পড়ুয়াদের শিক্ষা সরঞ্জাম বিলি, সাংস্কৃতিক প্রতিযোগিতা-সহ নানা অনুষ্ঠানের আয়োজন হয়।
|
হোটেলের ঘরে অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। নাম আব্দুল কাসেম (৫৯)। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার দুর্লভপুরে। বুধবার দুপুরে তিনি পরিচিত এক মহিলার সঙ্গে কৃষ্ণনগরের স্টেশন সংলগ্ন একটি হোটেলে ওঠেন। সেখানেই তিনি ঘরের ভিতরে আচমকা অসুস্থ হয়ে পড়েন। খবর দেওয়া হোটেল কর্মীদের। তাঁকে হোটেলকর্মীরাই শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। পরে পুলিশ হোটেলে গিয়ে ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কৃষ্ণনগরের আইসি রাজকুমার মালাকার বলেন, “মহিলাটির সঙ্গে মৃত ব্যক্তি আগে থেকে পরিচয় ছিল। মহিলার বাড়ি রানাঘাটের কুপার্সে। ময়না-তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ পরিস্কার হবে।”
|
ফের বনগাঁ সীমান্তে সোনার বিস্কুট আটক করলেন বিএসএফ জওয়ানেরা। মঙ্গলবার বিকেলে জয়ন্তীপুর সীমান্ত থেকে খবর পেয়ে দুই পাচারকারীকে আটক করেন তাঁরা। দু’জনের কাছ থেকে উদ্ধার করা হয় পাঁচটি সোনার বিস্কুট। ধৃতদের নাম নৃপেন হালদার ও তারক অধিকারী। বাড়ি স্থানীয় পিরোজপুর সীমান্ত এলাকায়। তাদের পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া সোনার বিস্কুটের আনুমানিক মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। মাস দু’য়েক আগেও হরিদাসপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানেরা তল্লাশি চালানোর সময়ে এক পাচারকারীর কাছ থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার করেন। |