|
|
|
|
কনভয়ের ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু, অবরোধ বিনপুরে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
রাজ্যের এক শীর্ষ পুলিশ কর্তার কনভয়ের গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক প্রৌঢ়।
বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের বিনপুর থানার আউলিয়ায়। মৃতের নাম আশিস কারক (৫২)। তাঁর বাড়ি আউলিয়া গ্রামে। পেশায় তিনি চাষি। এই ঘটনার জেরে উত্তেজিত জনতা স্থানীয় আইলিয়া চকে সকাল এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঝাড়গ্রাম-বিনপুর রাজ্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশের তরফে ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হলে অবরোধ ওঠে। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফরের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এ দিন আমলাশোলে যাচ্ছিলেন রাজ্যের নিরাপত্তা অধিকর্তা (ডাইরেক্টর অফ সিরিউরিটি) বীরেন্দ্র-সহ শীর্ষ পুলিশকর্তাদের একটি দল। প্রত্যক্ষদর্শীদের দাবি, আশিসবাবু রাজ্য সড়কের ধারে একটি মুদি দোকানে নুন কিনতে এসেছিলেন। রাস্তার ধারে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ওই সময় রাজ্য সড়কে দ্রুত গতিতে পুলিশের গাড়িগুলি যাচ্ছিল। শীর্ষ পুলিশ কর্তাদের গাড়িগুলির পিছনে থাকা কনভয়ের একটি গাড়ি রাস্তার ধার ঘেঁষে অসম্ভব দ্রুত গতিতে যাওয়ার সময় আচমকা আশিসবাবুকে ধাক্কা মারে বলে অভিযোগ। আশিসবাবু ছিটকে পড়ে মাথায় গুরুতর চোট পান। সাইকেলটি দুমড়ে যায়। পুলিশকর্মীরাই আশিসবাবুকে উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে আসেন। আশিসবাবুর অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মেদিনীপুর নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ দিন মেদিনীপুর জেলা হাসপাতালের পুলিশ মর্গে আশিসবাবুর মৃতদেহের ময়নাতদন্ত হয়। পরে সন্ধ্যায় দেহটি এলে তা রাস্তায় রেখে ফের ঝাড়গ্রাম-বিনপুর রাজ্য সড়ক অবরোধ করেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, সন্ধ্যায় বিনপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা নিতে রাজি হয়নি। ঘাতক গাড়িটির নম্বর জানাতেও অস্বীকার করেছে পুলিশ। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ফের আউলিয়ায় যে অবরোধ শুরু হয়, তা রাত পর্যন্ত চলে। |
|
|
|
|
|