নতুন বছরে ঘুম ভেঙে আফ্রিদি
শুনলেন, ১৭ বছরের রেকর্ড হাতছাড়া
তুন বছরের প্রথম সকালে শাহিদ আফ্রিদির শোনা প্রথম খবর তাঁর একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড এ দিনই ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। বুধবার ঘুম থেকে উঠে ভাইপোর থেকে এই খবর পেয়ে পাক তারকা ক্রিকেটারের প্রথম প্রতিক্রিয়া ছিল, “কোরি অ্যান্ডারসন কে?”
আফ্রিদির মতোই অলরাউন্ডার অ্যান্ডারসন। তবে ব্যাটটা করেন বাঁ হাতে। নাইরোবিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে ৩৭ বলে সেঞ্চুরি করার সময় আফ্রিদির বয়স ছিল ১৬ বছর ৭ মাস ৪ দিন। আর সেই রেকর্ড ১৭ বছর ২ মাস ২৮ দিন পর আজ কুইন্সপার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে-তে অ্যান্ডারসন ভাঙলেন ৩৬ বলে শতরানে পৌঁছে। শেষ পর্যন্ত ৪৭ বলে করেন অপরাজিত ১৩১। ছ’টা বাউন্ডারি, ১৪টা ছক্কা। ২ রান চারটি, সিঙ্গলস ১৫টি। ডট বল ৮টি। স্ট্রাইকরেট ২৭৮.৭২। এতেই শেষ নয়, ওয়ান ডে-তে অ্যান্ডারসনের দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ডের দাপটে বেশ কয়েকটা নতুন রেকর্ড তৈরি হয়েছে এ দিন।
ওয়েস্ট ইন্ডিজ পেসার রবি রামপল ৩ ওভারে ৬৪ রান দেন। ইকনমি ২১.৩৩। ওয়েস্ট ইন্ডিজের ছয় বোলারেরই ইকনমি ১০-এর বেশি। ওয়ান ডে ম্যাচে ন্যূনতম পাঁচ বোলার ব্যবহার করা দলের মধ্যে নিকৃষ্টতম। ওয়ান ডে ম্যাচে এক ইনিংসে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারিও হল এ দিন। নিউজিল্যান্ড ইনিংসে ২২টি ছক্কা।
আরও তাৎপর্যের, তৃতীয় উইকেটে অ্যান্ডারসনের সঙ্গে ১৯১ রানের পার্টনারশিপ গড়ার পথে জেসি রাইডার-ও সেঞ্চুরি (১০৪) করেন মাত্র ৪৬ বলে। যেটা একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির তালিকায় ছ’নম্বরে। যে রাইডার কিনা কয়েক মাস আগে নাইটক্লাবে বাউন্সারদের মারে কোমায় চলে গিয়েছিলেন। সুস্থ হয়ে জাতীয় দলে ফিরে এটা ছিল তাঁর দ্বিতীয় ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ২১ ওভারের ম্যাচে নিউজিল্যান্ডের ২৮৩-৪-এর জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১২৪-৫ তুলে ১৫৯ রানে হেরে যায়।
অ্যান্ডারসনের কীর্তিকে অবশ্য পরে প্রশংসা করে আফ্রিদি বলেন, “সত্যি বলতে, এ দিনের আগে আমি ওর নামই শুনিনি। কিন্তু আমার জন্য ২০১৪-র প্রথম খবর এল, ওর হাতে আমার বিশ্বরেকর্ড ভেঙে গিয়েছে। মানতেই হবে এটা অসাধারণ কীর্তি। এখন একদিনের ম্যাচের নিয়ম যতই আরও বেশি ব্যাটসম্যানদের অনুকূলে হোক না কেন, ৩৬ বলে ১০০ করতে অসাধারণ ক্ষমতা দরকার। আমার অবসর নেওয়া পর্যন্ত রেকর্ডটা ভাঙবে না ভেবেছিলাম। তার পরে ভাঙলেও সেটা ক্রিস গেইল বা ডেভিড ওয়ার্নারের কেউ ভাঙবে আশা ছিল।”
অ্যান্ডারসন-ও যেন রেকর্ড ভেঙে খানিকটা অবাক। বলেন, “রেকর্ডের কথা মাথায় ছিল না। এখনও বুঝতে পারছি না কী ভাবে ঘটল! এমন নয় যে, অতগুলো চার-ছয় মারব ভেবে নেমেছিলাম। কিন্তু ক্রিজে সেটাই সুন্দর ভাবে হচ্ছিল। আমি আর জেসি একটা সময় ভাবতে শুরু করে দিই যে, প্রত্যেকটা বল হয় মারব নয় আউট হব। এবং দেখলাম, দারুণ ভাবে শট নিয়েই চলেছি!”

ওয়ান ডে-র দ্রুততম সেঞ্চুরি
• ৩৬ বল কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), বনাম ওয়েস্ট ইন্ডিজ, কুইন্সটাউন, ২০১৪
• ৩৭ বল শাহিদ আফ্রিদি (পাকিস্তান), বনাম শ্রীলঙ্কা, নাইরোবি, ১৯৯৬
• ৪৪ বল মার্ক বাউচার (দক্ষিণ আফ্রিকা), বনাম জিম্বাবোয়ে, পোচেস্ট্রুম, ২০০৬

ভারতের দ্রুততম
৫২ বল বিরাট কোহলি (তালিকায় নবম), বনাম অস্ট্রেলিয়া, জয়পুর, ২০১৩

আফ্রিদির ‘কে কোরি অ্যান্ডারসন!’
পুরো নাম: কোরি জেমস অ্যান্ডারসন
বয়স: ২৩ বছর ১৯ দিন
জন্ম: ক্রাইস্টচার্চে
গোত্র: অলরাউন্ডার (বাঁ-হাতি ব্যাটসম্যান ও বাঁ-হাতি মিডিয়াম পেসার)
আন্তর্জাতিক কেরিয়ার: ১ বছর ১১ দিন

টেস্ট
৫ ম্যাচে ২২২ রান। গড়: ৩৭। সর্বোচ্চ: ১১৬।
উইকেট: ১১। সেরা: ৩-৪৭। গড়: ১৯.৩৬।
ওয়ান ডে
৭ ম্যাচে ২৫৮ রান। গড়: ৫১.৬০। স্ট্রাইকরেট: ১৫৪.৪৯। সর্বোচ্চ: ১৩১ ন.আ.।
উইকেট: ৮। সেরা: ৪-৪০। গড়: ২৪.৬২। ইকনমি: ৫.৩৪।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.