টুকরো খবর
কড়া হাতে কাজ শুরু রাখি বিড়লার
প্রতিবন্ধী শিশুদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধছে দিল্লি সরকার। এমনই দাবি করলেন অরবিন্দের মন্ত্রিসভার কম বয়সি সদস্য রাখি বিড়লা। তিনি মহিলা ও শিশু সুরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। বুধবার সংবাদমাধ্যমকে রাখি বলেন, “প্রতিবন্ধী শিশুদের শান্ত রাখার জন্য দিনভর টিভির সামনে বসিয়ে রাখা হয়। কিন্তু ওদের সঠিক বিকাশের জন্য অন্যান্য গঠনমূলক কাজকর্মে বা খেলাধুলোয় ব্যস্ত রাখা উচিত।”

আপে নাম লেখালেন প্রাক্তন ইনফোসিস কর্তা
আম আদমি পার্টিতে নাম লেখালেন প্রাক্তন ইনফোসিস কর্তা ভি বালকৃষ্ণন। দিন দশেক আগে সফটওয়্যার সংস্থা ইনফোসিসের বোর্ড সদস্যের পদ থেকে আচমকাই সরে দাঁড়ান তিনি। তার পরে বুধবার আবার এই চমক। বালকৃষ্ণন জানিয়েছেন, সবে আপের সদস্য পদ পেয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টির এ রকম উত্থানে তিনি মুগ্ধ। ১৯৯১ সালে ইনফোসিসে যোগ দিয়েছিলেন ভি বালকৃষ্ণন। সংস্থার সিইও পদের অন্যতম দাবিদার ছিলেন তিনি। তার আগে হঠাৎই কেন পদত্যাগ করলেন, তা নিয়ে বিতর্ক সে সময় কম হয়নি। বালকৃষ্ণনকে প্রশ্ন করা হয়েছিল, তা হলে কী এ বার পুরোদস্তুর রাজনীতিতেই জড়িয়ে পড়বেন? উত্তরে তিনি জানান, নিজের তৈরি সংস্থা এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দু’টোর জন্যই সময় বের করতে পারবেন বলে আশা তাঁর।

বিলে সই
বহু প্রতীক্ষিত লোকপাল বিলে সই করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দীর্ঘ বিতর্কের পর ডিসেম্বর মাসের ১৭ তারিখে রাজ্যসভায় এবং তার পরের দিন লোকসভায় পাশ হয়েছে লোকপাল বিলটি। স্পিকার মীরা কুমার সই করার পর লোকসভা সচিবালয়ের তরফে মঙ্গলবার আইন মন্ত্রকের কাছে পাঠানো হয় বিলটি। তার পর তা পৌঁছয় রাষ্ট্রপতি ভবনে। সম্মতি মেলে রাষ্ট্রপতির। সরকারি সূত্রে জানা গিয়েছে, এর পর বিলটিতে সই করবেন আইন মন্ত্রকের আইন প্রণয়ন বিভাগের সচিব। তার পরেই সরকারি ভাবে প্রয়োগ শুরু করা যাবে লোকপাল বিলের।

পুরনো খবর:
মণিপুরে দুগ্গল
মণিপুরের ১৪ তম রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব বিনোদকুমার দুগ্গল। শপথগ্রহণের পর তিনি বলেন, “নতুন বছরে মণিপুরকে সমৃদ্ধতর করে তোলাই আমাদের লক্ষ্য।” বছরের প্রথম দিনই জোড়া বিস্ফোরণ হল ইম্ফলে। সকালে পশ্চিম ইম্ফলের সিংজামেই বাজারে ইম্ফল নদীর কাছে প্রথম বিস্ফোরণটি হয়। পরের বিস্ফোরণ ঘটে ১২ মিনিট পর, নামবুল নদীর তীরে মণিপুর কলেজের কাছেই।

গণধর্ষিতা তরুণী
ফের গণধর্ষণ। দিল্লির তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল আট যুবকের বিরুদ্ধে। এ বারের ঘটনাস্থল ফরিদাবাদের বল্লভগড় বাসস্ট্যান্ড। পুলিশ জানায়, মেয়েটি এক বন্ধুর সঙ্গে দেখা করার জন্য বল্লভগড় বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। তাঁর সামনে এসে দাঁড়ায় একটি এসইউভি গাড়ি। তার মধ্যে ছিল ওই পাঁচ যুবক। পরে আরও তিন বন্ধু যোগ দেয়। অভিযোগ, ওই আট যুবক ধর্ষণ করে। সাত জনকে গ্রেফতার করেছে।

যুবক খুন
প্রায় ১৯ দিন নিখোঁজ থাকার পর বছরের প্রথম দিনে উদ্ধার হল এক যুবকের দেহ। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম রবিন্দর। কুতাইল গ্রামের ওই যুবক গুড়গাঁওয়ের এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। একই গ্রামের অন্য এক গোষ্ঠীর মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাঁর। পুলিশের সন্দেহ, পরিবারের সম্মান রক্ষার জন্য রবিন্দরকে হত্যা করে তাঁর প্রেমিকার বাড়ির লোক। মেয়েটির বাবা, কাকা এবং ভাইকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত চার জঙ্গি
জঙ্গলে তল্লাশি চালিয়ে চার মাওবাদীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম বিজয় টুটি, মিঠুন সিংহ, বিমল তিরু ও গুড্ডু খান। খুঁটি জেলার সিলাদোন এলাকার মাওবাদীদের আঞ্চলিক কমাণ্ডার বিজয়। রিভলবার, রাইফেল, গুলি ও তিনটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.