|
|
|
|
সরকারি দফতরে কাজ শুরুর সময় এগোবে অসম
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি ১ জানুয়ারি |
৬৬ বছর ধরে সরকারি দফতরে ভারতীয় প্রমাণ সময় অনুসরণ করার পর, এ বার ‘চা বাগান টাইম’-এ ফিরতে চলেছে অসম। আজ নববর্ষের প্রথম দিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এ কথা জানান। তিনি জানান, ভারতীয় প্রমাণ সময়ের হিসেবের এক ঘণ্টা আগে অসমে সূর্যোদয় হয়। তা-ই দিন শুরু হয় আগে। ওই সময়টুকু নষ্ট না-করে কাজে লাগালে, সরকারি দফতরে বিপুল বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। তাই অসমে সরকারি কাজ শুরুর সময় ১ ঘণ্টা এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
উত্তর-পূর্ব তথা অসমে পৃথক প্রমাণ সময় চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। দেড়শো বছর আগে, ইংরেজরা এ রাজ্যে চা বাগান তৈরি করার সময় থেকেই, দিনের আলোর হিসেব অনুযায়ী কর্মদিবস ঠিক করা হত। তৈলক্ষেত্রেও একই নিয়ম ছিল। রাজ্যের চা বাগানগুলিতে পুরনো নিয়ম এখনও চলছে। ১১২ বছর পুরনো ডিগবৈ শোধনাগারেও ইংরেজদের আমলের নিয়মই পালন করা হয়।
গগৈ বলেন, “রাজ্যে কাজের সময়ে বদল ঘটিয়ে অনেকটা বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। ভারতীয় প্রমাণ সময়ের থেকে আমরা এগিয়ে রয়েছি। দিনের এক ঘণ্টা নষ্ট করাও অর্থহীন। এক ঘণ্টা আগে কাজ শুরু করলে বিদ্যুৎ বাঁচানোর পাশাপাশি, জীবনযাত্রাতেও ইতিবাচক পরিবর্তন আসবে। তাই, চা-বাগানের সময়কেই আমরা এ রাজ্যে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি।” গগৈ আরও বলেন, “আমরা যে সময়-ক্ষেত্রে (টাইম জোন) রয়েছি, বাধ্য হয়েই তা না-মেনে উত্তর প্রদেশের সময় মেনে চলতে হচ্ছে।”
১৯৪৭-এর ১ সেপ্টেম্বর থেকে মির্জাপুরের সাড়ে ৮২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখাকে ভিত্তি করে ভারতের প্রমাণ সময় নির্ধারণের প্রচলন হয়।
তবে, কাজের ক্ষেত্রে সূর্যোদয়কে প্রাধান্য দিলেও প্রমাণ সময় হিসেবে ভারতীয় প্রমাণ সময়কেই অনুসরণ করবে অসম। |
|
|
|
|
|