|
|
|
|
চার মাস পর মুজফ্ফরনগর সংঘর্ষে চার্জশিট
সংবাদ সংস্থা • লখনউ ১ জানুয়ারি |
গোষ্ঠী সংঘর্ষের চার মাস পরে ২২৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল উত্তরপ্রদেশের বিশেষ তদন্তকারী দল(সিট)। সেপ্টেম্বরে গোষ্ঠী সংঘর্ষে উত্তরপ্রদেশে প্রাণ হারান ৬০ জন। ঘরছাড়া কম করে ৪০ হাজার মানুষ। প্রায় ছ’হাজার জনের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ এনেছিল সিট। এখনও পর্যন্ত মোটে ২০৪ জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ।
এই প্রসঙ্গে তদন্তকারী দলের দায়িত্বে থাকা অতিরিক্ত এসপি মনোজ ঝা জানিয়েছেন, মোট ২৮টি সংঘর্ষে জড়িত ২২৫ জনের বিরুদ্ধে বুধবার চার্জশিট পেশ করা হয়েছে। সংঘর্ষ বিধ্বস্ত মুজফ্ফরনগরে সে সময় ছ’টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। তবে ধর্ষণে অভিযুক্ত সকলেই এখনও পর্যন্ত অধরা। এ দিকে, মঙ্গলবারই লোই ত্রাণ শিবির থেকে ৪২০ জনকে নতুন ঘরে পাঠায় অখিলেশ যাদব সরকার। রাজ্যের বিভিন্ন ত্রাণ শিবিরে ঠান্ডায় শিশুমৃত্যু বা বাসিন্দাদের অবর্ণনীয় দুর্দশা একের পর এক ঘটনায় দেশ জুড়ে প্রবল সমালোচনার মুখে পড়ে উত্তরপ্রদেশ প্রশাসন। এ সব থেকে মুখ ঘোরাতেই কাল তড়িঘড়ি ৪২০ জনকে নতুন আস্তানায় পাঠানো হয়েছে বলেও অভিযোগ করেছিলেন অনেকে।
বিতর্ক অবশ্য থামেনি এর পরও। ত্রাণ শিবিরে এখনও যাঁরা রয়ে গিয়েছেন, তাঁদের অনেকেরই দাবি, এখনও পর্যন্ত ন্যূনতম সরকারি সাহায্যটুকুও পাননি তাঁরা। এর মধ্যেই আবার দেখা দিয়েছে নতুন বিপত্তি। শামলি জেলায় ত্রাণ শিবিরের পিছন দিকে অস্থায়ী ছাউনি বানিয়ে থাকতে শুরু করেছিল বেশ কয়েকটি পরিবার। মঙ্গলবার তাদের বিরুদ্ধে পুলিশের কাছে সরকারি জমি দখলের অভিযোগ দায়ের করেছেন এক তহসিলদার।
|
|
|
|
|
|