|
|
|
|
|
|
টুকরো খবর |
গ্রাহক স্বার্থে উদ্যোগ
|
গ্রাহকদের সুবিধা দিতে নয়া ব্যবস্থা চালু করল ডিএসপি ব্ল্যাকরক মিউচুয়াল ফান্ড। ‘ওয়ান টাইম ম্যান্ডেট’ (ওটিএম) ব্যবস্থার সাহায্যে গ্রাহক নিজে থেকেই ইন্টারনেটের মাধ্যমে ব্যাঙ্ককে তাঁর অ্যাকাউন্ট থেকে ফান্ডে টাকা ঢালার নির্দেশ দিতে পারবেন। এ জন্য আলাদা করে চেক জমার প্রয়োজন হবে না বলে সংস্থার দাবি। ওটিএম ব্যবস্থায় নতুন করে ফান্ডে টাকা ঢালা, ফান্ড ভাঙিয়ে নেওয়া, এক প্রকল্প থেকে অন্য প্রকল্পে টাকা হস্তান্তর-সহ বিভিন্ন কাজ করা যাবে। ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস প্রযুক্তি ব্যবহার করে কাজ চালায় ওই ব্যবস্থা। এই নয়া প্রযুক্তির সাহায্যে মিউচুয়াল ফান্ডে রেজিস্ট্রি করানোর সময়ও ৩০ দিন থেকে কমিয়ে ১০-১২ দিন করা সম্ভব বলে সংস্থার দাবি। নয়া ব্যবস্থা চালুর ফলে এখন থেকে সংস্থার মিউচুয়াল ফান্ড গ্রাহকরা মোট চারটি পদ্ধতিতে লেনদেন করতে পারবেন। কাগজের আবেদনপত্র জমা দিয়ে, ইন্টারনেটের মাধ্যমে, এসএমএসের সাহায্যে ও সংস্থার কল সেন্টারের সুবিধা নিয়ে।
|
নয়া জীবনবিমা |
বাজারে দু’টি নয়া জীবনবিমা প্রকল্প আনল এডেলওয়েজ টোকিও লাইফ ইনশিওরেন্স। ‘মাইলস্টোন্স প্ল্যান’ ও ‘ক্যাশ ইনকাম প্ল্যান’ নামের পলিসি এই দু’টিই এনডাওমেন্ট প্রকল্প। বিমা নিয়ন্ত্রক আইআরডিএ-র নয়া নীতি মেনেই এই প্রকল্পগুলি চালু করা হয়েছে বলে জানিয়েছে সংস্থা। তাদের দাবি, যে-সব বিমাকারী নির্দিষ্ট মেয়াদ অন্তর নিয়মিত আয় চান, তাঁদের জন্য প্রথম পলিসিটি উপযুক্ত। এতে বিমার পুরো মেয়াদ জুড়ে নিয়মিত ব্যবধানে টাকা পাওয়া যাবে। পাশাপাশি, বিমার পুরো মেয়াদে প্রতি বছর বোনাসও দেওয়া হবে বলে দাবি এডেলওয়েজ-এর।
দ্বিতীয় পলিসিটির ক্ষেত্রে ২০ বছর প্রিমিয়াম দিলে ১০০ বছর বয়স পর্যন্ত বিমার সুরক্ষা পাওয়া যাবে বলে সংস্থার দাবি। যাতে প্রতি মাসে টাকা পাওয়ার সুযোগ আছে। এ ছাড়াও, পলিসিটি থেকে ঋণ নেওয়ার সুবিধাও পাবেন বিমাকারী। দু’টি প্রকল্পের ক্ষেত্রেই আয়কর আইনের ৮০সি এবং ১০ (১০ডি) ধারায় করছাড়ের সুবিধা রয়েছে। |
|
|
|
|
|