|
|
|
|
|
|
ট্যাক্স কর্নার |
|
আমি প্রবীণ নাগরিক। পেনশন পাই। এ ছাড়া এমআইএস, এসসিএসএস, ব্যাঙ্কের ফিক্সড ডিপজিটের মতো প্রকল্পে টাকা জমা রাখি। যা থেকে মাসিক ও ত্রৈমাসিক সুদ পাই। এবং নির্দিষ্ট সময়ে সেভিংস অ্যাকাউন্টে তা জমা হয়। ওই সেভিংস অ্যাকাউন্টে সব মিলিয়ে সুদ বাবদ মোট যে আয় জমা পড়ছে তার মধ্যে ১০ হাজার টাকা কি ৮০টিটিএ ধারা অনুযায়ী আয়কর ছাড় পাবে?
কমল বন্দ্যোপাধ্যায়
ব্যাঙ্ক, ডাকঘর বা সমবায় সমিতির (কো-অপারেটিভ সোসাইটি) সেভিংস অ্যাকাউন্টে জমা তহবিলের উপর যা সুদ পাবেন, তার ১০ হাজার টাকা পর্যন্ত কোনও আয়কর দিতে হয় না। অর্থাৎ আপনার এই ধরনের সমস্ত সেভিংস অ্যাকাউন্ট মিলিয়ে ১০ হাজার টাকা পর্যন্ত সুদ বাবদ আয় করমুক্ত ওই ৮০টিটিএ ধারা অনুযায়ী। কিন্তু মনে রাখবেন, মান্থলি ইনকাম স্কিম (এম আই এস), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস) ও ব্যাঙ্কের ফিক্সড ডিপজিট কিন্তু আয়কর আইনের ওই ধারা অনুযায়ী এই করছাড় পাওয়ার যোগ্য নয়। |
আমি দামোদর ভ্যালি কর্পোরেশনে কাজ করি। স্ত্রী গৃহবধূ। কোনও আয় নেই। ধরুন, আমি তাঁকে কিছু টাকা উপহার দিলাম। তিনি তা ব্যাঙ্কে ফিক্সড ডিপজিট করলেন। এতে যে-সুদ পাওয়া যাবে, তা কি আমার আয়ের সঙ্গে যোগ হবে?
সুব্রত বণিক
হ্যাঁ, আয়কর আইনের ৬৪(১) ধারা অনুযায়ী, আপনার উপহার হিসেবে দেওয়া টাকাটা ফিক্সড ডিপজিট করে যদি স্ত্রী সুদ পান, তা হলে সেটা আপনার আয়ের সঙ্গেই যোগ করতে হবে।
|
পরামর্শদাতা আইনজীবী ও কর বিশেষজ্ঞ নারায়ণ জৈন |
|
|
|
|
|