ফের হিন্দি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন মাধুরী দীক্ষিত। এর মধ্যে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে একটি গানে তাঁকে দেখা গেলেও বড় চরিত্রে অভিনয় করছেন বহু বছর পর।
নিজের চরিত্র নিয়ে বেশ উত্তেজিতও তিনি। শোনা যাচ্ছে বেশ দুঃসাহসী চরিত্রেই অভিনয় করছেন ‘দের ইশকিয়া’ ছবিতে। প্রশ্ন করায় মাধুরী বললেন, “চরিত্রের গভীরতা যত বেশি হবে, সেই চরিত্রে কাজ করে তত বেশি আনন্দ পাওয়া যায়।” জানালেন, এই ছবিতে তাঁর চরিত্র এক বিধবার। দ্বিতীয় বার বিয়ে করার জন্য প্রতি বছরই নিজের বাড়িতে একটি কবিতা প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। আর প্রতিযোগীরা এসে তাঁর মন জয় করার চেষ্টা করে। দু’বছর ওই সভায় তিনি মনের মতো সঙ্গী খুঁজে পাননি। তৃতীয় বছর সেই সভায় আসেন বাব্বান। ওই চরিত্রে অভিনয় করছেন আরশাদ ওয়ার্সি।
শুধু এই চরিত্রে অভিনয় করেই নয়, তিনি খুশি হিন্দি ছবির পরিবর্তন নিয়েও। তাঁর কথায়, “হিন্দি ছবি এখন অনেক পরিণত। এখন আর স্রেফ দর্শকদের চোখের সুখের জন্য নায়িকাদের ব্যবহার করা হয় না। তাঁদের জন্যও গুরুত্বপূর্ণ চরিত্র থাকে। বেশ কিছু নায়িকাকেন্দ্রিক ছবিও হয়েছে। এই পরিবর্তনে আমি খুব খুশি।” ১৯৯৯ সালে বিয়ের পর মাধুরী ফিরে আসার চেষ্টা করেছিলেন ২০০৭ সালে ‘নাচ বালিয়ে’ ছবিটির মাধ্যমে। তবে দর্শক মহলে তেমন সাড়া পায়নি ছবিটি। |