বিনোদনের টুকরো খবর
সুন্দরবন নাট্য উৎসব
দশ বছর আগের কথা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ন্যাজাট গ্রামে কয়েক জন কিশোর-কিশোরী ঠিক করে, গ্রামের পরিচিতি শহরের মানুষের কাছে মেলে ধরার জন্য জরুরি নাট্যচর্চা। তৈরি হল তাঁদের নাট্য দল। তারপর থেকে দশ বছর ধরে রাজ্যের বিভিন্ন গ্রাম ও শহরের মঞ্চে মঞ্চস্থ করে চলেছে তাঁদের নাটক। দল তৈরির কয়েক বছর পর থেকেই তাঁরা আয়োজন করে চলেছে ‘সুন্দরবন নাট্য উৎসব’। এ বছর ২৬ ডিসেম্বর ন্যাজাট এন সি পাল মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে এই উৎসবের সূচনা করেন নাট্য ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী এবং অবন্তী চক্রবর্তী। নাট্য উৎসবের পাশাপাশি প্রয়াত সঙ্গীত শিল্পী মান্না দে এবং সেতার বাদক রবিশঙ্করের জীবনী ও দুষ্প্রাপ্য সমস্ত ছবি নিয়ে প্রদর্শনীরও আয়োজন করা হয়েছিল। প্রথম দিন বারাসত অনুশীলনীর নাটক ‘ছায়াবৃক্ষ’ মঞ্চস্থ হয়। দ্বিতীয় দিন ছিল ঢাকার শব্দ নাট্য চর্চা প্রয়োজিত ‘রাইফেল’ এবং ‘ইনফর্মার’। তৃতীয় নাটক ‘রঙের হাট’ মঞ্চস্থ করে আয়োজক সুন্দরবন নাট্য সংস্থা। তৃতীয় দিন বাউড়িয়া পিপল্স রেপার্টরি থিয়েটারের নাটক ‘বৈকুন্ঠের খাতা’ এবং বাংলাদেশের নাট্যলোক প্রয়োজিত ‘নারী নিসমন’ নাটক মঞ্চস্থ হয়। চতুর্থ দিন মঞ্চস্থ হয় রঙ্গপ-এর নাটক ‘অধরা মাধুরী’। পঞ্চম দিন ছিল বালিগঞ্জ স্বপ্ন সূচনা প্রয়োজিত ‘নাগমণ্ডলা’। মঙ্গলবার, শেষ দিন মঞ্চস্থ হয় গোবরডাঙা শিল্পায়ন প্রয়োজিত ‘আদিম’। উদ্যোক্তা সংগঠনের পক্ষে সম্পাদক তপন দেব বলেন, “দু’দেশের নাটকের মধ্যে দিয়ে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলার শরিক হতেই এই নাট্য উৎসবের আয়োজন।”

পুরোপুরি বিপদ কাটেনি সুচিত্রার
মাঝেমধ্যেই কাশি ও শ্বাসকষ্ট হচ্ছে। শরীরও যথেষ্ট দুর্বল। সব সময়েই অক্সিজেন দিতে হচ্ছে। তবে স্যালাইন চলছে না। সব মিলিয়ে সুচিত্রা সেনের শারীরিক অবস্থা অপরিবর্তিত। বুধবার চিকিৎসকেরা জানান, ফুসফুসের সংক্রমণ নির্মূল না-হওয়ায় এখনই তাঁকে পুরোপুরি বিপন্মুক্ত বলা যাচ্ছে না। প্রতিদিনই তাঁর কিছু কিছু রক্তপরীক্ষা হচ্ছে। তাঁকে আরও দু’তিন দিন তাঁকে আইটিইউ-এই রাখা হবে। তিনি সাধারণ খাবারই খাচ্ছেন। অল্প কথাবার্তাও বলছেন। ফুসফুসের সমস্যা নিয়ে ২৪ ডিসেম্বর তিনি মধ্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। হৃৎস্পন্দন বেড়ে যাওয়ায় রবিবার রাতে তাঁকে আইটিইউ-এ পাঠানো হয়।

‘মানুষের জন্য মানুষের থিয়েটার’ এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ি নাট্যমেলা উপলক্ষ্যে
বর্ণাঢ্য শোভাযাত্রা হল। বুধবার ওই শোভাযাত্রা বাঘাতীন পার্ক থেকে বেরিয়ে শহর পরিক্রমা
করে। দীনবন্ধু মঞ্চে এসে শেষ হয় শোভাযাত্রাটি। আজ, বৃহস্পতিবার থেকে দীনবন্ধু মঞ্চে
১৩ তম এই নাট্যমেলা শুরু হচ্ছে। উদ্যোক্তা কমিটির যুগ্ম সম্পাদক মিন্টু রাহা জানান,
৮ জানুয়ারি পর্যন্ত নাট্যমেলা চলবে। ছবি: বিশ্বরূপ বসাক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.