টুকরো খবর
আমন্ত্রণপত্রে নাম না জানিয়ে, ক্ষুব্ধ সিপিএম সাংসদ
বাম সাংসদের অনুমতি না নিয়েই পুর উৎসবের আমন্ত্রণপত্র ও লিফলেটে তাঁর নাম ছাপিয়ে বিতর্কে জড়াল বর্ধমান পুরসভা। অভিযোগ, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ সাইদুল হককে না জানিয়েই তাঁর নাম ছাপানো হয়েছে। পুরপ্রধানের অবশ্য দাবি, সাংসদকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আজ, বৃহস্পতিবার থেকে উৎসব ময়দানে শুরু হচ্ছে পুর উৎসব। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। উৎসবের উদ্বোধন করবেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী। থাকবেন জেলার তিন মন্ত্রী স্বপন দেবনাথ, মলয় ঘটক ও রবিরঞ্জন চট্টোপাধ্যায়, বিধায়ক উজ্জ্বন প্রামাণিক, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক সৌমিত্র মোহন, পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা প্রমুখ। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে আমন্ত্রণপত্রে যে তাঁর নাম রয়েছে তা জানেন না খোদ সাউদুল হকই। বুধবার তিনি ফোনে বলেন, “উৎসবে যোগ দিতে কোনও আমন্ত্রণপত্রই আমাকে পাঠানো হয়নি। আমি একজনের মুখে শুনলাম আমার নাম কার্ডে ছাপা হয়েছে। কিন্তু আগে আমার কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি।” তবে পুরপ্রধান স্বরূপ দত্তের দাবি, “ সাংসদকে আমরা আমন্ত্রনপত্র পাঠিয়াছি। উনি তা পেয়ে যাবেন।” কিন্তু কাউকে না জানিয়ে তাঁর নাম ব্যবহার করা নেহাত অসৌজন্যই নয়, নিয়ম বিরুদ্ধও। এমনটা কেন করল পুরসভা? প্রশ্নের উত্তর না দিয়ে স্বরূপবাবু বলেন, “আমরা আজ সন্ধ্যায় বিশেষ ‘ম্যাসেঞ্জার’ দিয়ে সাংসদকে আমন্ত্রণ পাঠিয়েছি।”

কংগ্রেসের পতাকা ছেঁড়ার অভিযোগ
কংগ্রেসের পতাকা ছেঁড়া ও দলীয় দফতরে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাটোয়া পুরসভার কংগ্রেস কাউন্সিলর হরেন্দ্রনাথ ভক্ত কাটোয়া থানায় এ বিষয়ে অভিযোগ জানান। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, মঙ্গলবার রাতে ৩ নম্বর ওয়ার্ডের দলীয় দফতরে হামলা চালিয়ে তাদের দলীয় পতাকা ছিঁড়ে ও পুড়িয়ে দেওয়া হয়েছে। কাটোয়ার কংগ্রেস বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বলেন, “আমাদের সন্দেহ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে।” যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক শমীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “কাটোয়া কলেজের নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস নাটক করছে।” পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগে তৃণমূলও কংগ্রেসের বিরুদ্ধে ফ্লেক্স ছেড়ার অভিযোগ করেছিল। কয়েক দিন আগেই সিপি ও টিএমসিপির গোলমালের জেরে সপ্তাহ খানেক বন্ধ ছিল কাটোয়া কলেজ।

জিতল কল্পতরু
দ্বিতীয় ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় তেজগঞ্জ ক্রীড়া চক্রকে চার উইকেটে হারাল কল্পতরু ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে তেজগঞ্জ ৩২ ওভারে ১৫১ রান করে। দলের রাজেশ দাস করেন ২১। পরে কল্পতরু ৩০ ওভারে ১৫৩ রান করে। দলের অনিমিখ ৩৯ ও সূরয আহমেদ ৩১ রান করেন। বোলিংয়ে সফল কল্পতরুর ঋভু ভট্টাচার্য (২৬-৩) ও অনিমিখ ঘোষ (২১-২)। তেজগঞ্জের নন্দন সিংহও ১৩ রানে ২ উইকেট দখল করেন।

প্রকল্পের উদ্বোধন
একটি জলপ্রকল্পের উদ্বোধন হল মন্তেশ্বরের বামুনপাড়া পঞ্চায়েতের পূর্ব খাঁপুর গ্রামে। বুধবার বিকেলে জনস্বাস্থ্য কারিগরি দফতরের এই প্রকল্পটি উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। প্রশাসন সূত্রে খবর, প্রকল্পটি তৈরি করতে খরচ হয়েছে ২ কোটি ৫৭ লক্ষ ৮১ টাকা। এর ফলে উপকৃত হবেন প্রায় ২৫ হাজার মানুষ। অনুষ্ঠানে ছিলেন পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়।

আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ
আজ, শুক্রবার বেলা সাড়ে ১২টায় প্রকাশিত হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বি.এসসি ও বি.কমের স্নাতক ও জেনারেল বিভাগের দ্বিতীয় বর্ষের ফল। একই সঙ্গে প্রকাশিত হবে বি.এ তৃতীয় বর্ষের জেনারেল বিভাগের পুনর্মূল্যায়ণের (রিভিউ) ফল। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, http://www.buruniv.ac.inhttp://www.exametc.com এই দুটি ওয়েবসাইটে ফল জানা যাবে। এছাড়াও BUUG<SPSCE>ROLL NO লিখে ৫৪২৪২ নম্বরে এসএমএস করলেও জানা যাবে ফল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.