এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হল বারাবনি থানার রোশনা গ্রামে। পুলিশ বুধবার তাঁর দগ্ধ দেহ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রিঙ্কি সরকার। মৃতার মা বারাবনি থানায় একটি বধূহত্যার মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতা গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক। বুধবার আসানসোল মহকুমা হাসপাতালে দেহটির ময়না তদন্ত করা হয়। এ দিন আসানসোল মহকুমা হাসপাতালে দাঁড়িয়ে মৃতার মা ঝর্ণা দাস অভিযোগ করেন, মাস দেড়েক আগে তাঁর মেয়ের সঙ্গে বারাবনির রোশনা গ্রামের সিদ্ধার্থ সরকারের বিয়ে হয়েছিল। যৌতুক দেওয়ার পরেও মেয়ের শ্বশুর বাড়ির লোকজন আরও পণ চাইছিল। এর জন্য মেয়ের উপরে অত্যাচার করা হচ্ছিল বলে দাবি তাঁর। তিনি আরও জানান, মঙ্গলবার রাতে মেয়ের শ্বশুর বাড়ি থেকে খবর দেওয়া হয় মেয়ের খুব শরীর খারাপ। তারপর তিনি বুধবার সকালে মেয়ের শ্বশুরবাড়িতে এসে মেয়ের মৃতদেহ দেখতে পান।
|
২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু হল দুই অজ্ঞাত পরিচয় স্কুটার আরোহীর। ঘটনাটি ঘটেছে, জামুড়িয়ার সাতগ্রাম ফটকের কাছে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ একটি স্কুটারের সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়। দুই স্কুটার আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। অপর আহত মারা যান হাসপাতালে ভর্তি করার পরে। আসালসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, “রাত পর্যন্ত মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।”
|
বর্ষবরণের রাতে আগাম সতর্কতা হিসেবে সিটি সেন্টার এলাকা থেকে ২৩ জনকে গ্রেফতার করা হল মঙ্গলবার। পরে তাদের থানা থেকে জামিন দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ কর্মীর গায়ে হাত তোলার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে একটি হোটেল থেকে এক জনকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। বড়দিনের রাতে ৫২ জন গ্রেফতার হয়েছিল।
|
চব্বিশ ঘন্টা পরেও বরাকরের ব্যবসায়ীর বাড়িতে লুটপাঠের ঘটনার কিনারা করতে পারল না পুলিশ। যদিও পুলিশের দাবি, তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। এ দিকে দুস্কৃতীদের দ্রুত খুঁজে বের করার দাবি জানিয়ে আসানসোলের পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিয়েছেন বরাকর চেম্বার অব কমার্সের একটি প্রতিনিধি দল। কমিশনার তাঁদের দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।
|
মঙ্গলবার কাজোড়ায় আন্তঃইসিএল এরিয়া কবাডি প্রতিযোগিতায় চ্যম্পিয়ন হয় বাঁকোলা এরিয়া। অন্ডালের পদ্মাবতী মাঠে তারা কুনস্তরিয়া এরিয়াকে ৩৪-১১ পয়েন্টে হারিয়ে দেয়। উদ্যোক্তারা জানিয়েছেন, খেলার সেরা হয়েছেন বিজয়ী দলের সঞ্জীব বাউরি। |