টুকরো খবর
চা পর্যটন উৎসবে মেতেছে দার্জিলিং
ম্যালে অনুষ্ঠান। ছবি: রবিন রাই।
চা ও পর্যটন উৎসবকে ঘিরে ভিড় জমেছে দার্জিলিং চৌরাস্তা ও ম্যালে। মনোরম আবহাওয়া ও উৎসবের মিশেলে পর্যটক টানছে দার্জিলিং পাহাড়। এদিনও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব পালিত হয়। নেপালি কবি ও গীতিকার ফ্রাঙ্কলিন মুখিয়াকে সংবর্ধনা দেওয়া হয় জিটিএর পক্ষ থেকে। অনুষ্ঠানে কালিম্পং ও দাজির্লিঙের দুটি ব্যান্ডকে অনুষ্ঠান করতে দেখা যায়। আজ বুধবার বিভিন্ন জাতি থেকে একগুচ্ছ অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে। তামাঙ্গ অ্যসোসিয়েশন, ইয়লমো সংগঠন, লেপচা সংগঠন এবং শেরপা সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান করা হবে। রয়েছে বর্ষবরণের পরিকল্পনাও। আজই উৎসবের শেষ দিন।

বাবাকে কুপিয়ে ঘরে আগুন
মত্ত অবস্থায় বাবার হাতে কুপিয়ে নিজের ঘরে কেরোসিন তেল ছড়িয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এতে পুড়ে ছাই হল এলাকার আরও পাঁচটি ঘর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির কোতোয়ালি থানার টাউন স্টেশন লাগোয়া বস্তিতে। দমকলের দুটি ইঞ্জিন প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাঁকে গ্রেফতার করে সদর হাসপাতালে ভর্তি করায়। ধৃত যুবকের নাম পঙ্কজ রায়। এ দিন সাত সকালে বাবা ও ছেলের ঝগড়া শুরু হয়। সেই সময় পঙ্কজ নেশা করে ছিলেন বলে অভিযোগ। বাসিন্দা লীলা কাহার জানান, পঙ্কজ ঘর থেকে ভোজালি বার করে দিলীপবাবুর হাতে কোপ মারে। চিৎকার শুনে লোক জন ছুটে আসে। জখম দিলীপবাবুকে উদ্ধার করেন। বাসিন্দারা হাসপাতালে নিয়ে যায়। সেই সময় পঙ্কজ ঘরে কেরোসিন ছড়িয়ে আগুন দেয় বলে অভিযোগ। প্রতিবেশীরা জানান, কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। টিনের চালা ঘরগুলি পুড়ে ছাই হয়ে যায়।

ছুরিবিদ্ধ দুই ভাই
ডুয়ার্স উৎসবের গেটে প্রবেশপত্র চাওয়ায় উৎসব কমিটির দুই সদস্যকে ধারালো অস্ত্র নিয়ে মারধরের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। সোমবার রাতে আলিপুরদুয়ার থানার সলসলাবাড়ি এলাকায়। ওই যুবকেরা এলাকা ছেড়ে পালিয়েছে। ছুরিতে জখম দুই ভাই গৌতম ও অখি বর্মনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে।

দু’টি বাড়ি ছাই
সোমবার গভীর রাতে ডুয়ার্সের ক্রান্তি ফাঁড়ির দক্ষিণ বারোঘরিয়া গ্রামে দুটি বাড়ি পুরোপুরি ভস্মীভূত হয়েছে। একটি গরু পুড়ে মারা যায়। মালবাজার দমকল কেন্দ্রের ইঞ্জিন আসার আগে বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন।

ব্যাগে বোমাতঙ্ক
বোমাতঙ্ক শিলিগুড়িতে। শিলিগুড়ির লেকটাউন এলাকায় একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে ধরে ছড়াল উত্তেজনা। পুলিশ কুকুর দিয়ে চলল ব্যাগ তল্লাশি। দু ঘন্টা ধরে বিভিন্ন ভাবে তল্লাশি করে শেষে ব্যাগ খুলে মিলল জামা-কাপড়। হাঁফ ছেড়ে বাঁচলেন পুলিশ কর্মীরা। ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

স্মারকলিপি পেশ
নিউ জলপাইগুড়ি স্টেশনের নাম নিউ শিলিগুড়ি স্টেশন করা এবং উত্তর পূর্ব সীমান্ত রেলের বিভাগীয় দফতর শিলিগুড়িতে করার দাবি উঠল। মঙ্গলবার বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি স্মারকলিপি পাঠানো হয় কেন্দ্রীয় রেল মন্ত্রীর কাছে।

সংগঠন বদল
সিটু ও আইটিইউসি থেকে মঙ্গলবার প্রায় দেড় হাজার সদস্য তাদের সংগঠনে যোগ দিল বলে দাবি আইএনটিটিইউসির। সংগঠনের দাজির্লিং জেলা সভাপতি অরূপরতন ঘোষ জানান, তৃণমূলের জেলা সম্পাদক কৃষ্ণ পাল, জেলা কমিটির সদস্য মদন ভট্টাচার্যের উপস্থিতিতে দলবদল হয় শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারের ফল ও সব্জি এবং মাছের কমিশন এজেন্টদের মধ্যে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.