মূর্তি চুরি পাকবিড়রায়
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
পুরুলিয়ার জৈন মন্দির ক্ষেত্র পুঞ্চার পাকবিড়রায় সংগ্রহশালা থেকে চারটি প্রাচীন মূর্তি চুরি গিয়েছে বলে দাবি করেছেন বাসিন্দারা। মঙ্গলবার ভোরে এলাকার একটি পুকুরের পাড় থেকে চুরি করা মূর্তিগুলির মধ্যে দু’টি পড়েছিল। সেগুলি উদ্ধার করা গেলেও অন্য দু’টি এ দিন রাত পর্যন্ত পাওয়া যায়নি। পুঞ্চার বিডিও সুপ্রতীক সিংহ বলেন, “পাকবিড়রা প্রত্নস্থলের সংগ্রহশালা থেকে দুষ্কৃতীরা পাচারের উদ্দেশ্যে কটি মূর্তি বাইরে সরিয়েছিল তা বলা যাচ্ছে না। তবে পুকুরপাড়ে পড়ে থাকা দু’টি মূর্তি বাসিন্দাদের সাহায্যে ফিরিয়ে আনা হয়েছে। সংগ্রহশালায় মোট কতগুলি প্রত্ন নিদর্শন রয়েছে তার তালিকা না থাকায় দুষ্কৃতীরা আদৌ মূর্তি সরাতে পেরেছে কি না অথবা সরিয়ে থাকলে ক’টি নিয়ে গিয়েছে পরিষ্কার নয়।” তিনি জানান, এ দিন থেকে সেখানে ৪ জন পুলিশকর্মীকে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে। সম্প্রতি কাশীপুরেও পঞ্চকোট রাজবংশের কুলদেবীর মন্দিরে চুরি হয়েছে। সেই মামলাতেও এখনও কেউ ধরা পড়েনি।
|
তাঁদের মতোই অন্য ছাত্রেরাও ভাল আছে। তা হলে বাকি কিছু পড়ুয়া কেন অসুস্থ হলস তার তদন্ত হচ্ছে।” প্রধান শিক্ষক বাবর আলি চৌধুরীর সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। |