টুকরো খবর
জাল ভিসা, ধৃত বাংলাদেশি
জাল ভিসা-সহ এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল বনগাঁ পুলিশ। সোমবার পেট্রাপোল সীমান্তে অভিবাসন দফতরের কর্মীদের হাতে ধরা পড়ে লিটন নামে ওই যুবক। রাতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, ওই যুবক চট্টগ্রামের বাসিন্দা। তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ২৬০০০ ভারতীয় টাকা, ১০০ আমেরিকান ডলার, একটি মোবাইল ফোন, দু’টি বাংলাদেশি এবং দু’টি ভারতীয় সিমকার্ড এবং বাংলাদেশের একটি ডেবিট কার্ড পাওয়া গিয়েছে। অভিবাসন দফতর সূত্রে জানা গিয়েছে, ধরা পড়ার পরে দফতরের কর্মীদের ১০ লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল ওই যুবক। বনগাঁর এসডিপিও রূপান্তর সেনগুপ্ত বলেন, “ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার কাছ থেকে পাসপোর্টটি আসল হলেও ভিসা জাল ছিল। জেরা করা হচ্ছে।”

নৈহাটি উৎসব
গোটা মাঠ জুড়ে ছড়িয়ে কত মেলা! শিল্পমেলা, সবলা মেলা, বইমেলা, শিশুমেলা, পাখি মেলা, এমনকী পিঠে-পুলিরও মেলা! এত রকম মেলা নিয়েই ‘নৈহাটি উৎসব’। নৈহাটি রেল ময়দানে গত ২৪ ডিসেম্বর শুরু হওয়া এই উৎসব শেষ হল বর্ষশেষের দিন। মেলা বিকেলে শুরু হলেও সকাল থেকেই বিভিন্ন কর্মকাণ্ড চলছে। মূল মঞ্চে প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া বা দুঃস্থদের কম্বল বিতরণ তো আছেই, এ ছাড়াও স্বাস্থ্য বিষয়ক আলোচনা, লোকসঙ্গীত, বাংলা ব্যান্ড দর্শকদের জমিয়ে রাখে। মূল মঞ্চের সামনে প্রতি সন্ধ্যায় নামী শিল্পীরাও দর্শককে মাতান। শুধু নৈহাটি নয়, আশপাশের অঞ্চল থেকে বহু মানুষ মেলায় যান।

মন্দিরে চুরি
দু’টি গেটের তালা ভেঙে সোমবার রাতে বাদুড়িয়ার রামচন্দ্রপুর পঞ্চায়েতের ব্রুজ গ্রামের প্রাচীন কালীমন্দির থেকে প্রতিমার অলঙ্কার ও পুজোর সরঞ্জাম চুরি হল। মঙ্গলবার ভোরে দরজা খোলা দেখে গ্রামের কিছু লোকের সন্দেহ হয়। পুলিশের কাছে অভিযোগে মন্দির কর্তৃপক্ষ জানান, প্রায় ৩ ভরি সোনার গয়না, বাসন খোওয়া গিয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.