দুর্ঘটনায় মৃত্যু তিন জনের
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। সোমবার রাতে বহরমপুর-জলঙ্গি রাজ্য সড়কের এই দুর্ঘটনায় মৃতরা হলেন কৌশিক ঘোষ (২৫), খোকন ঘোষ (২৭) ও গণেশ ঘোষের (৪৫)। তাঁরা তিনজনই দৌলতাবাদের বোড়াদহ গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গণেশ ঘোষের ট্রাক্টর সারানোর কাজ চলছে বহরমপুরের একটি কারখানায়। সকাল থেকে ওই কাজ দেখাশোনার জন্য গণেশবাবু বহরমপুরে ছিলেন। তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য পড়শি দুই যুবক কৌশিক ও খোকন মোটরবাইক চালিয়ে দৌলতাবাদ থেকে বহরমপুরে আসেন। পরে ওই রাতেই বহরমপুর থেকে তিনজন মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। চালকের মাথায় হেলমেট থাকলেও বাকি দু’জনের মাথায় হেলমেট ছিল না। মুর্শিদাবাদের বালির ঘাটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি ধাক্কা মারে একটি গাছে। গাড়ি থেকে ছিটকে পড়েন তিনজনেই। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহগুলি উদ্ধার করে পুলিশ। গত রবিবার তমলুকে গাড়ি চেপে বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গিয়েছেন একই পাড়ার পাঁচজন বাসিন্দা। তাঁদের মৃত্যুর কারণ হিসাবে পুলিশ জানিয়েছিল কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছিল। বহরমপুরের এ দিনের ওই দুর্ঘটনার কারণ হিসেবেও সেই একই কথা জানিয়েছে পুলিশ।
|
সুব্রত-হুমায়ুন কোন্দল চলছে
নিজস্ব সংবাদদাতা • বড়ঞা |
বছর ফুরোলেও দুই নেতার কোন্দল আর মিটছে না। মঙ্গলবার বড়ঞার মিলন মেলায় উদ্বোধনে মুখোমুখি হলেন না রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা এবং মুর্শিদাবাদ জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি হুমায়ুন কবীর। আসেননি জেলা তৃণমূলের সভাপতি মহম্মদ আলিও। কেন? হুমায়ুনের জবাব, “ওরা কেন এল না তা কী করে জানব?” গরহাজির থাকার কারণ হিসেবে সুব্রত সাহা বলেন, “কলকাতায় রয়েছি। তাই যেতে পারিনি।” এ দিন রাত নাগাদ মহম্মদ আলি টেলিফোনে বলেন, “আমার পারিবারিক অনুষ্ঠান ছিল। তাই যেতে পারিনি। আগে থেকেই মেলার উদ্যোক্তাদের তা জানিয়ে ছিলাম।” কিন্তু জেলার রাজনৈতিক মহল অবশ্য এর মধ্যে অন্য অঙ্ক দেখছে। দিন কয়েক আগে তৃণমূলের জেলা সভাপতি মহম্মদ আলির বাড়ির পাশে লালবাগে গিয়ে তাঁকে তোপ দেগেছিলেন প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। মহম্মদ আলি ও সুব্রত সাহা জেলায় কংগ্রেসের ‘দালালি’ করছেন বলে মন্তব্য করেন হুমায়ুন কবীর। তাই অনেকেই মনে করছেন, হুমায়ুনকে বর্জন করার জন্যই এ দিন মেলার উদ্বোধনে অনুপস্থিত থাকলেন সুব্রতবাবু ও মহম্মদ আলি।
পুরনো খবর: শেষ প্রচারে তরজায় কংগ্রেস, শাসক দল
|
জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
স্কুলের পরিচালন সমিতির ভোটে জয়ী হল তৃণমূল। রবিবার বড়ঞা ব্লকের কুলি গ্রাম পঞ্চায়েত এলাকার কল্লা রামকৃষ্ণ বিদ্যাপীঠে (জুনিয়র) পরিচালন সমিতির ভোট হয়। স্কুলের পরিচালন সমিতির তিনটি আসনের মধ্যে দু’টি আসনে তৃণমূল ও একটি আসনে কংগ্রেস জয়ী হয়েছে। এর আগে ওই স্কুলের পরিচালন সমিতিতে ক্ষমতায় ছিল কংগ্রেস। ক্ষমতা হাতছাড়া হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ কংগ্রেস নেতৃত্বের কপালে।
|
জমি বিবাদে খুন
নিজস্ব সংবাদদাতা • জলঙ্গি |
বাড়ি সংলগ্ন দু’কাঠা জমির মালিকানা নিয়ে গণ্ডগোলের জেরে খুন হলেন এক প্রৌঢ়। মঙ্গলবার সকালে জলঙ্গির পাকুড়দেয়াড় গ্রামের এই ঘটনায় মৃতের নাম সিরাজ মণ্ডল (৫০)। জখম ৩ জন ডোমকল হাসপাতালে চিকিৎসাধীন। ডোমকলের এসডিপিও অরিজিৎ সিংহ বলেন, ‘‘ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
|
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
তালা ভেঙে শিব মন্দিরে চুরি করে চম্পট দিল এক দল দুষ্কৃতী। সোমবার রাতে কান্দি শহরের হাসপাতাল সংলগ্ন এলাকার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্দিরের মূল গেটের একটি তালা ভেঙে তিনটি ঘন্টা ও পুজোর বাসনপত্র নিয়ে পালিয়েছে ওই দুষ্কৃতীদল। |