টুকরো খবর |
গণপিটুনিতে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
চুরি করতে গিয়ে ধরা পড়া এক দুষ্কৃতীর মৃত্যু হল গণপিটুনিতে। সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার খারুই এলাকার পিতুলসাহা গ্রামে। পুলিশ জানিয়েছে, শেখ সাজামুল (৫০) নামে ওই ব্যক্তির বাড়ি কোলাঘাট থানার খড়িচক গ্রামে। তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক পারিজাত বিশ্বাস বলেন, “খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে গ্রামে তল্লাশি চালানো হচ্ছে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক থানার খারুই-২ পঞ্চায়েত এলাকার পিতুলসাহা গ্রামে সোমবার রাত দেড়টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী আসে। প্রথমে গ্রামের বাসিন্দা একাদশী সামন্তের বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে গয়না চুরি করে পালায়। এরপর ওই দুষ্কৃতীরা সেখান থেকে কিছু দূরে মদন সামন্তের বাড়িতে চুরির চেষ্টা করে। ওই বাড়ির লোকজন মোবাইলে গ্রামের অন্য বাসিন্দাদের ঘটনার কথা জানালে সকলে জড়ো হয়ে দুষ্কৃতীদের তাড়া করে। মোটর সাইকেলে কয়েকজন পালিয়ে গেলেও একজন গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায়। ধৃত ওই দুষ্কৃতীকে বেধড়ক মারেন গ্রামবাসী। খবর পেয়ে তমলুক থানার পুলিশ বাহিনী গ্রামে গিয়ে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করে। সোমবার সকালে জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।
|
ঘাটালে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
মেয়ের বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের ঘটনা ঘটল। সোমবার বিকেলে ঘাটাল শহরের এলআইসি মোড়ের এই ঘটনার এখনও কেউ গ্রেফতার হয়নি। দাসপুরের বাসিন্দা পেশায় চিকিত্সক জলধর পাহাড়ি সোমবার ঘাটাল শহরের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে ২ লক্ষ টাকা তুলে বাইকে করে বাড়ি ফিরছিলেন। ব্যাঙ্কের কিছুটা দূরেই এলআইসি মোড়ের কাছে চার জন দুষ্কৃতী জলধরবাবুর টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। |
|