|
|
|
|
অগস্ট আন্দোলনের স্মারক উদ্বোধন |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের স্মরণে স্বাধীনতা সংগ্রামীদের প্রতিমূর্তি-সহ স্মারক বসল সুসজ্জিত উদ্যানে। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে হলদিয়া-মেচেদা জাতীয় সড়ক ও কলকাতা-দিঘাগামী সড়কের সংযোগস্থলে এই স্মারকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তমলুকের সাংসদ তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে শুভেন্দু জানান,১৯৯২ সালে ভারত সরকার প্রকাশিত ডাকটিকিটে আঁকা বিপ্লবীদের প্রতিমূর্তির আদলে এই ঐতিহাসিক স্মারক নির্মাণ করা হয়েছে। |
|
নন্দকুমারে শুভেন্দু অধিকারী। |
এ ছাড়াও সুসজ্জিত উদ্যান, ফোয়ারা, আলোকস্তম্ভ দিয়ে এই এলাকার সৌন্দর্যায়ন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গ্রামসড়ক যোজনায় তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের জামিত্যা থেকে কাকডিহি পর্যন্ত রূপনারায়ণ নদীবাঁধে পাকা রাস্তা নির্মাণ কাজের সূচনা করেন শুভেন্দু। সাংবাদিকদের তিনি বলেন, “নন্দীগ্রামে জমিরক্ষা আন্দোলনের শহিদদের স্মৃতির উদ্দেশে ভাঙাবেড়ায় যে ১৩০ মিটার শহিদ মিনার তৈরি করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি তার উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন ১৪ মার্চের ঘটনায় নির্যাতিতা গোকুলনগরের রাধারানি আড়ি। ২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিচালনার জেরে ১৪ জনের মৃত্যুর ঘটনা নিয়ে সিবিআই সম্প্রতি হাইকোর্টে যে চার্জশিট জমা দিয়েছে তা নিয়ে এদিন শুভেন্দু বলেন, “সিবিআই আবার যে চার্জশিট জমা দিয়েছে তা আংশিক ভুল। এতে আমরা সন্তুষ্ট নই। খুন করেছে, গুলি চালিয়েছে, এমন অধিকাংশ লোকের নাম নেই। যারা চক্রান্ত করেছিল তাদের নাম নেই। আদালতের বিচারাধীন বিষয়। তাই বেশি কিছু বলব না। আশা করি সুবিচার পাব। |
|
|
|
|
|