পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত হলেন দু’জন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাগনানের গদিতে। পুলিশ জানায়, মৃতের নাম কার্তিক মণ্ডল (৫০)। বাড়ি জয়পুরের সাবসিট গ্রামে। জয়পুর থেকে বাগনানে অটোয় চেপে আসছিলেন তিনি। গদি স্টপেজে দাঁড়িয়ে অটোটি যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করছিল। সে সময়ে বাকসিগামী একটি লরি এসে পিছন থেকে ওই অটোটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কার্তিকবাবুর। আহত আরও দুই যাত্রীকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। চালক পলাতক। লরিটিকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
|
তৃণমূলের কর্মিসম্মেলনে মঙ্গলবার আরামবাগে আসেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর উপস্থিতিতেই দলের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্ত বলেন, “দলে গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না।” পার্থবাবুও বলেন, “দলকে বাদ দিয়ে কিছু করা যাবে না। কাউকে পিছনে ফেলা যাবে না।” এ দিন সম্মেলনে এঁরা দু’জন ছাড়াও উপস্থিত ছিলেন দলের নবনির্বাচিত হুগলি জেলা যুব তৃণমূল সভাপতি দিলীপ যাদব।
|
এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে তাঁর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরালেন স্থানীয়েরা। পরে পুলিশ ও দমকল গিয়ে পরিস্থিতি সামলায়। মঙ্গলবার, জগাছা থানার ঊনসানি এলাকায়। পুলিশ জানায়, ঊনসানি দক্ষিণ পাড়ার বাসিন্দা নাসির মোল্লার সঙ্গে পাঁচ বছর আগে খবিরুন্নেসা বিবির বিয়ে হয়। তাঁদের চার বছরের একটি ছেলে আছে। অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য খবিরুন্নেসার উপরে অত্যাচার করতেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ দিন খবিরুন্নেসার অসুস্থতার খবর পেয়ে আসেন তাঁর বাপের বাড়ির লোকজন। তাঁরা দেখেন, খবিরুন্নেসার দেহে ক্ষতচিহ্ন। পিজিতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই বধূকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, এর পরে ওই মৃতদেহ নিয়ে ঊনসানিতে ফিরে আসা হয়। অভিযোগ, বাড়িতে মৃতদেহ রেখে পালিয়ে যান খবিরুন্নেসার শ্বশুরবাড়ির লোকেরা এবং এর পরেই ক্ষেপে ওঠেন তাঁর পরিজন ও স্থানীয়েরা। তাঁরা নাসিরদের তিনটি ঘর ভাঙচুর করেন ও সেগুলিতে আগুন ধরিয়ে দেন।
|
পড়ুয়াদের মেধা অন্বেষণের লক্ষ্যে গত ২৯ ডিসেম্বর এডুকেশন অলিম্পিক হয়ে গেল শ্রীরামপুরে। রাজ্যধরপুর বয়েজ হাইস্কুলে আয়োজিত ওই কর্মসূচি পালিত হয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্মরণে। আয়োজক হুগলির মা অন্নদা আশ্রম। শ’দুয়েক প্রতিযোগীকে নিয়ে শ্রেণিভিত্তিক প্রতিযোগিতায় এ রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ড থেকেও শিক্ষার্থীরা এসেছিল। সংগঠকেরা জানান, পরীক্ষার বিষয় ছিল অঙ্ক এবং সাধারণ জ্ঞান। ছিল আবৃত্তি-সহ নানা অনুষ্ঠান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞানী মোহনলাল ঘোষ, রাজ্যধরপুর বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক অতনু ঘোষ প্রমুখ।
|
পশ্চিমবঙ্গ যুবকল্যাণ দফতরের উদ্যোগে জগৎবল্লভপুরের মুন্সিরহাটে হয়ে গেল ছাত্র যুব উৎসব ‘বিবেক চেতনা’। সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। মুন্সিরহাটের ব্রাহ্মণপাড়া চিন্তামণি হাইস্কুলের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের বিধায়ক আব্দুল কাশেম মোল্লা-সহ অনেকে। |