|
|
|
|
উদ্ধার অপহৃত ইঞ্জিনিয়ার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
৩১ ডিসেম্বর |
অপহরণ হওয়ার আট দিন পরে জঙ্গিদের কবল থেকে মুক্ত হলেন অন্ধ্রপ্রদেশের ইঞ্জিনিয়ার বি অঙ্গন রাও। পাশাপাশি, কাল সন্ধ্যায় চিরাং থেকে অপহৃত এক বাঙালি ব্যবসায়ীর পুত্রকে জঙ্গিরা অপহরণ করে। আজ মুক্তিপণ দিয়ে ওই ব্যবসায়ীও তাঁর ছেলেকে ছাড়িয়ে আনেন।
গত ২২ ডিসেম্বর পাওয়ার গ্রিডের ইঞ্জিনিয়ার অঙ্গন রাও মাণিকপুরের নির্মাণস্থল থেকে গাড়িতে ফিরছিলেন। আই নদীর কাছে ছ’জন সশস্ত্র জঙ্গি গাড়ি থামিয়ে রাও, এক সুপারভাইজার, এক সহকারী ও রাওয়ের গাড়ির চালককে অপহরণ করে। পরে অন্য তিনজনকে ছেড়ে দেওয়া হলেও রাওকে আটকে রাখা হয়। চিরাং-এর এসপি রঞ্জন ভুঁইয়া জানান, অপহরণকারীরা অঙ্গন রাওয়ের মুক্তির বিনিময়ে এক কোটি টাকা দাবি করে। তাঁর দাবি, “রাওয়ের পরিবার বা পাওয়ার গ্রিড কোনও মুক্তিপণ দেয়নি।” তিনি বলেন, “তদন্ত চালিয়ে অপহরণকারীদের শণাক্ত করা হয়েছিল। এরপরে আজ ভোরে রাওকে রৌমারি এলাকার একটি জঙ্গলে ফেলে রেখে অপহরণকারীরা পালায়।”
অন্য দিকে, গত কাল সন্ধ্যায় রুনিখাটার দেওশ্রী এলাকায় শঙ্কর সেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় সশস্ত্র জঙ্গির দল। মুখে কালো কাপড় বাঁধা জঙ্গিরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে শঙ্করবাবুর ৮ বছরের ছেলে সঞ্জয়কে তুলে নিয়ে যায়। সে ডন বস্কো স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। ঘটনার প্রতিবাদে আজ স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। স্থানীয় মানুষ আশপাশের জঙ্গলে তল্লাশিও শুরু করে। সেন পরিবার সূত্রে খবর, অপহরণকারীরা সঞ্জয়ের মুক্তির বিনিময়ে মোটা টাকা চায়। শেষ অবধি ৩০ হাজার টাকার বিনিময়ে সঞ্জয়কে তারা মুক্তি দেয়। আজ বিকেলে ভুর নদীর কাছে অপহরণকারীরা সঞ্জয়কে রেখে যায়। |
|
|
|
|
|