৩২তম বীরভূম জেলা বইমেলা ২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রামপুরহাটে। স্থানীয় হাইস্কুল ময়দানে বইমেলা ৮ জানুয়ারি পর্যন্ত চলবে। বইমেলার প্রস্তুতি নিয়ে যাবতীয় দিক খতিয়ে দেখতে মঙ্গলবার দুপুরে রামপুরহাট মহকুমাশাসকের প্রশাসনিক কার্যালয়ে বইমেলার জন্য গঠিত বিভিন্ন কমিটির সঙ্গে বৈঠক করলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) দেবীপ্রসাদ করম। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগার আধিকারিক (ভারপ্রাপ্ত) সুমন্ত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, ডেপুটি ম্যাজিষ্ট্রেট সুব্রত রায় এবং অন্য আধিকারিক-সহ বীরভূম জেলা গ্রন্থমেলা কমিটির সদস্যরা।
বৈঠক শেষে অতিরিক্ত জেলাশাসক সাংবাদিক সম্মেলনে জানান, এ বারের বইমেলায় ৬৪টি স্টল থাকবে। কলকাতার নামী দামি বিভিন্ন প্রকাশনা সংস্থা তাদের প্রকাশিত বই ওই সব স্টলে রাখবেন। এছাড়াও মেলা চলাকালীন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। বইমেলার উদ্বোধনের দিন ২ জানুয়ারি সকাল ১০টায় জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়ের মূর্তির পাদদেশ থেকে আদিবাসী নৃত্য সহযোগে রামপুরহাট শহর পরিক্রমা করে মেলার মাঠ পর্যন্ত মিছিলে যোগ দেবেন শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্যরা। উদ্যোক্তারা জানান, ওই দিন বিকেল ৩টে নাগাদ জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী আব্দুল করিম চৌধুরী মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকারের। গ্রন্থমেলা কমিটির সূত্রে জানা গিয়েছে, এ বার মেলায় প্রয়াত চলচিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ এবং সঙ্গীত শিল্পী মান্না দে স্মরণে দু’টি মঞ্চও তৈরী করা হয়েছে। |