খাবার খেয়ে অসুস্থ শ’তিনেক বাসিন্দা |
চলছে চিকিৎসা। —নিজস্ব চিত্র। |
শ্রাদ্ধানুষ্ঠানে ভোজ খেয়ে অসুস্থ হয়েছেন প্রায় শ’তিনেক মানুষ। সোমবার ঘটনাটি ঘটে দুবরাজপুরের বেলসারা গ্রামে। মঙ্গলবার আক্রান্তদের মধ্যে চার জনকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের জন্য গ্রামেই একটি স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেছেন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ কুণাল মুখোপাধ্যায়। কুণালবাবু বলেন, “এ দিন দুশোর বেশি আক্রান্তের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। খাদ্যে বিষক্রিয়ার ফলেই এটা হয়েছে বলে মনে হচ্ছে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালিজুড়ি পঞ্চায়েতে থাকা বেলসারা গ্রামের দাস পাড়ায় একটি বাড়িতে সোমবার শ্রাদ্ধানুষ্ঠান ছিল। দুপুর থেকে বিকেল তিনটে পর্যন্ত গ্রামের বাসিন্দারা খাওয়া-দাওয়া করেন। রাত ১২টার পর থেকেই ঘন ঘন পায়খানা ও বমির উপসর্গ নিয়ে ভুগতে শুরু করেন নিমন্ত্রণ রক্ষা করতে আসা সকলেই। স্থানীয় পঞ্চায়েত প্রধান শিবঠাকুর মণ্ডল ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রবীন বন্দ্যোপাধ্যায় গ্রামে যান। পৌঁছয় মেডিক্যাল টিম। আক্রান্ত শান্তি দাস, লক্ষণ দাস, সন্তোষ দাসরা বলেন, “রাত ১২টা থেকেই সমস্যা দেখা দেয়। অধিকাংশ বাড়িতেই শৌচাগার না থাকায় খুব সমস্যায় পড়তে হয়েছে।” রবীন বন্দ্যোপাধ্যায় ও শিবঠকুর মণ্ডলরা বলেন, “শীঘ্রই নির্মল ভারত অভিযানে প্রত্যেকের বাড়িতে যাতে শৌচাগার তৈরি হয়, সে ব্যাপারে বিশেষ গুরুত্ব দেব।”
|
বক্রেশ্বর
১৭তম গ্রামীণ ও শিল্প মেলা। আয়োজক: তাপবিদ্যুৎকেন্দ্র।
বুধবারের অনুষ্ঠান সূচি
সকাল সাড়ে ৯টা বসে আঁকো প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৩টে বাউল গানের আসর,
সাড়ে ৫টা নৃত্যানুষ্ঠান, সন্ধ্যা ৭টায় রঙ্গরস, রাত ৮টায় জাদু প্রদর্শনী (ইন্দ্রজাল)।
ময়ূরেশ্বর
সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলন উৎসব।
স্থান: কোটাসুর উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলন উৎসব।
বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন ধরে অনুষ্ঠান চলবে। |