রাশিয়ায় জঙ্গি হানায় সন্দেহ চেচেনদেরই
জোড়া বিস্ফোরণ কাণ্ডে হাত রয়েছে চেচেন জঙ্গিদেরই। ভলগোগ্রাদ শহরে ২৪ ঘণ্টার ব্যবধানে দু’-দু’টি জঙ্গি হানার ঘটনায় প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করছে পুলিশ।
রবিবার শহরের এক রেল স্টেশনে আত্মঘাতী জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল ১৮ জনের। এর পর গত কাল ফের বিস্ফোরণ হয় যাত্রী বোঝাই একটি ট্রলি বাসে। নিহত হন ১৬ জন। বিস্ফোরণের ধরনধারণ দেখে প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল, দু’টি জঙ্গি হানায় জড়িত একটিই দল।
এ দিকে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভলগোগ্রাদ জোড়া বিস্ফোরণ কাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের তদন্তে ধোঁয়াশা পুরোপুরি না কাটলেও চেচেন জঙ্গিদেরই সন্দেহ করছে পুলিশ। কারণ, আগে রাশিয়ায় এই ধরনের হামলা চালানোর ক্ষেত্রে বেশির ভাগ ক্ষেত্রে চেচেন জঙ্গি সংগঠনগুলিই জড়িত ছিল। ভলগোগ্রাদের স্টেশনে যে মহিলা হামলা চালিয়েছিলেন তিনি চেচেন ব্ল্যাক উইডো বাহিনীর সদস্য বলেই ধারণা রুশ গোয়েন্দাদের। চেচেন নেতা ডোকু উমারভের প্রভাবাধীন দাগেস্তানের উপরে কড়া নজর রেখেছে নিরাপত্তাবাহিনী। তবে মঙ্গলবার সন্ধে পর্যন্ত চেচেনরা এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
ভলগোগ্রাদ থেকে ৭০০ কিলোমিটার দূরে সোচিতে ফেব্রুয়ারি মাসে শীত অলিম্পিকের আসর বসতে চলেছে। সুষ্ঠু ভাবে অলিম্পিক উতরে দেওয়াটাই পুতিন সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। প্রশাসনের আশঙ্কা, পুতিনকে বিপদে ফেলতেই অলিম্পিকের আগে রাশিয়ার যোগাযোগ ব্যবস্থাটা পঙ্গু করে দিতে চাইছে চেচেনরা। প্রশাসনের তরফে তাই মস্কো-সহ গুরুত্বপূর্ণ শহরগুলিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী।
পুতিনের নির্দেশে ভলগোগ্রাদে বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়েছেন ‘ফেডারেল সিকিওরিটি সার্ভিস’-এর ডিরেক্টর আলেকজান্ডার ভি বরতনিকভ। শহরে ঢোকা ও বেরোনোর পথে কড়া পুলিশি প্রহরা বসানো হয়েছে।

পুরনো খবর:

আতসবাজির সঙ্গে সুগন্ধও বর্ষবরণে

৩১ ডিসেম্বর
আকাশ ভরা আলোর সাজ দেখতে দেখতে পাবেন কমলালেবু, পিচ, আপেল, কলা আর চেরির গন্ধ। বিশ্বাস হচ্ছে না তো? লন্ডনের মেয়র বরিস জনসন কিন্তু এমন প্রতিশ্রুতিই দিয়েছেন শহরের বাসিন্দাদের। বিগ বেনে ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই হাজার হাজার আতসবাজির রোশনাই ভরিয়ে তুলবে রাতের আকাশ। সঙ্গীতের পাশাপাশি এ বার নতুন বছরকে স্বাগত জানাতে অভিনব উপায়ে মনমাতানো সুবাসও উপহার দিচ্ছেন মেয়র। শয়ে শয়ে আপেল, স্ট্রবেরি, চেরির মিশ্রণ তৈরি করবে গন্ধের আমেজ। কমলালেবুর গন্ধ মাখা বড় বড় বুদ্বুদ ফেটে আবেশে মুগ্ধ করবে দর্শকদের। টেমসের পাড়ে ভিড় জমানো উৎসাহী জনতাকে এ ভাবেই বছর শেষে আনন্দ দিতে চান মেয়র। তা ছাড়াও ব্রিটেন জুড়ে নানা জায়গায় হচ্ছে নানা পার্টি। এডিনবরার সিটি সেন্টারে ৮০ হাজার মানুষ আসবেন বলে আশা প্রশাসনের। স্কটল্যান্ডে তিন দিন ব্যাপী অনুষ্ঠান। কিন্তু এত আনন্দের মধ্যেও উঁকি দিচ্ছে বিপদসঙ্কেত। দক্ষিণ ইংল্যান্ডে এখনও জারি রয়েছে বন্যা সতর্কতা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.