ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাসযাত্রীর। আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার সকালে ভাতারের ছ’মাইলে বর্ধমান-কাটোয়া রোডে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম সবুনিয়াজ মণ্ডল (৩৫)। বাড়ি মঙ্গলকোটে। |
আহত যাত্রী।—নিজস্ব চিত্র। |
পুলিশ জানিয়েছে, এ দিন নানুর থেকে দ্রুত গতিতে বাসটি বর্ধমানের দিকে আসছিল। আচমকা একটি ডাম্পার সামনে চলে আসে। ধাক্কায় বাসের সামনের দিকটি দুমড়ে যায়। আহতদের বেশিরভাগকেই বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হয়েছে। প্রাথমিক চিকিত্সার পরে ছ’জনকে ছেড়েও দেওয়া হয়েছে। বাসের এক যাত্রী বামাশোরের শেখ তপন বলেন, “সকালে ফাঁকা রাস্তা পেয়ে বাসটি বেশ জোরেই চলছিল। হঠাত্ ডাম্পারটি সামনে এসে যায়। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটিকে ধাক্কা মারে। অনেকেই ছিটকে যান।”
|
জেলার সমস্ত গ্রামেই অন্তত একটি করে রাস্তার কাজ শুরু হবে, এমনই আশ্বাস দিলেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু। মঙ্গলবার তিনি জানান, ৭ জানুয়ারি রাস্তাগুলির কাজ শুরুর উদ্বোধন জেলার তিন মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ এবং রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি নিজেও থাকবেন। বর্ধমানে গ্রামের সংখ্যা ৪০৬৫। প্রতিটি জায়গাতেই অন্তত একটি করে রাস্তা উদ্বোধনের জন্য ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধানদের চিঠি পাঠানো হয়েছে বলে দেবুবাবু জানান। তাঁর দাবি, পঞ্চায়েত প্রধানদের জানানো হয়েছে গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তাটিকেই পছন্দের তালিকায় প্রথমে রাখতে। একশো দিনের প্রকল্প, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ-সহ নানা তহবিল থেকে রাস্তাগুলির কাজ দ্রুত শেষ করা হবে। |