সেন্ট জেভিয়ার্স স্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষ শুরু হচ্ছে ২ জানুয়ারি। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে অনুষ্ঠানে থাকছে পদযাত্রা। রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল সূত্রে জানা গিয়েছে, একটি সুবর্ণজয়ন্তী ভবন ও একটি ডিগ্রি কলেজ তৈরি হবে। স্কুল কর্তৃপক্ষের ডাকা সাংবাদিক সম্মেলনে স্কুলের অধ্যক্ষ ফাদার পল জানান, আপাতত পাঁচ একর জমির উপর তৈরি হবে একটি ভবন। প্রথমে স্কুল বাড়িতেই শুরু হবে কলেজ। পরে ওই ভবনেই কলেজ স্থানান্তরিত করা হবে। চালু করা হবে বাণিজ্য ও কলা বিভাগ। পড়ানো হবে ইংরেজি মাধ্যমে। ফাদার পল জানান, কলেজের জন্য সরকারি অনুমোদন এসে গিয়েছে। তাই ২০১৪ সাল থেকেই শুরু হবে পঠনপাঠন। তবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে এখনও অনুমোদন মেলেনি।
বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের পরিদর্শক দেবকুমার পাঁজা বলেন, “জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওই কলেজের পরিকাঠামো পরিদর্শনে আমরা দল পাঠাব। প্রথম বছরে সেখানে পাস কোর্স চালু করার অনুমতি দেওয়া হবে। তবে এই কলেজ চালু হলে তা হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম ইংরেজি মাধ্যম কলেজ।” সেন্ট জেভিয়ার্স স্কুল সূত্রে জানা গিয়েছে, এই কলেজ চালু হলে তা হবে কলকাতার পরে তাঁদের দ্বিতীয় ইংরেজি মাধ্যম কলেজ। |