লরির পিছনে বাস ধাক্কা মারায় মৃত্যু হল এক যাত্রীর। জখম হন ১৭ জন। সোমবার রাতে ঘটনাটি ঘটে অন্ডালের বক্তারনগরের কাছে দু’নম্বর জাতীয় সড়কে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগির, গয়া বেড়াতে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে বাসটি ফলতা থেকে যাচ্ছিল। রাত ১১টা নাগাদ বক্তারনগর সেতুর উপরে একটি লরির পিছনে ধাক্কা মারে বাসটি। লরি নিয়ে চালক পালিয়ে যান। গুরুতর জখম ১৮ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। |
দুর্ঘটনাগ্রস্ত বাস। —নিজস্ব চিত্র। |
তাঁদের মধ্যে অশোককুমার বৈরাগ্য (৫০) নামে এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। জখমেরা চার জন রানিগঞ্জ, চার জন অন্ডাল ও ন’জন দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি। বাসের চালক-সহ ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
|
নতুন বছরে সংস্থার পরিকল্পনা ঠিক করতে দুর্গাপুর ইস্পাতের বিভিন্ন দফতরের কর্তারা মিলিত হলেন একটি অনুষ্ঠানে। সম্প্রতি ‘আরোহন’ নামে এই অনুষ্ঠানটি হয় সংস্থার একটি হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি-র সিইও পিকে সিংহ। তিনি জানান, গত আর্থিক বছরের পরে এ বছর এখনও পর্যন্ত সংস্থার উৎপাদন মাত্রা অত্যন্ত সন্তোষজনক। সেলের ‘ভিশন ২০২৫’ অনুযায়ী ডিএসপির উৎপাদন ক্ষমতা ২০২৫-২৬ বছর পর্যন্ত বর্তমানের চারগুণ বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সিইও বলেন, “ডিএসপি যেভাবে এগোচ্ছে এই সংস্থার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।” |