বলের রং কালচে। তাই ব্যাটসম্যানদের খেলতে অসুবিধা হচ্ছে, এমন অভিযোগ আনল রাসবিহারী অ্যাথলেটিক ইউনাইটেড ক্লাব। মঙ্গলবার দু’জন আম্পায়ারের কাছে তাঁরা এই অভিযোগ করেছেন। এই ঘটনার জেরে ভেস্তে গেল রাসবিহারীর সঙ্গে উদয় সঙ্ঘের খেলা। দুই আম্পায়ার সুব্রত কুণ্ডু ও সুনীত কুণ্ডু অবশ্য রাসবিহারীর ব্যাটসম্যানদের এই অভিযোগ মানতে চাননি। তাঁরা জানান, জেলা ক্রীড়া সংস্থার নিয়মে যে ধরনের বলে ক্রিকেট খেলার কথা, সেই বলেই খেলা হচ্ছে। তাই বল বদল সম্ভব নয়। এর পরেই ক্ষুব্ধ হয়ে রাসবিহারীর ব্যাটসম্যানেরা খেলতে অস্বীকার করেন। আধঘণ্টা অপেক্ষা করে ও তিনবার রাসবিহারীর অধিনায়ককে খেলা শুরু করতে অনুরোধ করার পরে তাঁরা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। তবে রাসবিহারীর কর্তা চন্দন দত্তের দাবি,“মাত্র ১০ মিনিট পরেই আম্পায়ারেরা বল তুলে নেন। তখন আমরা অন্য বল আনার চেষ্টা করছিলাম।” এর আগে অবশ্য ওই বলেই ব্যাট করে উদয় সঙ্ঘ। তারা ৩৫ ওভারে ১৮২-৮ করে। দলের অতনু ঘোষ ৫১ ,বিকাশ সিংহ ৪২ ও রাকেশ খান ৩০ রান করেন। রাসবিহারীর শ্রীকান্ত দাস ২৭ রানে ২ উইকেট দখল করেন। পরে রাসবিহারী এক ওভারে চার রান করার ফাঁকে একটি উইকেট হারাতেই বল বিতর্ক শুরু হয়। মাঠে উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার অবজার্ভার কাজল ভট্টাচার্য জানান, আম্পায়ারেরা রাসবিহারীর বিরুদ্ধে রিফউজ টু প্লের কথা জানিয়েছেন। বলের রং-ও ঠিক ছিল বলেই মনে হয়েছে তাঁর।
|
৩৫তম সিনিয়র আন্তঃরাজ্য সফট্ বলে ছেলেদের ও মেয়েদের বিভাগে খেতাব জিতেছে পঞ্জাব ও মধ্যপ্রদেশ। ফাইনালে ছেলেদের বিভাগে মধ্যপ্রদেশকে ৫-১৩ রানে হারিয়েছে পঞ্জাব। মেয়েদের বিভাগে মধ্যপ্রদেশ ৫-১ রানে হারায় কেরলকে। বাংলার দু’টি দলেরই অবশ্য গ্রুপ লিগ পর্যায়েই বিদায় নিতে হয়েছিল। দু’টি বিভাগে তৃতীয় স্থান পেয়েছে হরিয়ানা ও পঞ্জাব। দুই বিভাগে ২৭টি করে দল যোগ দেয়।
|
সিএবি পরিচালিত আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে মঙ্গলবার জয়ী হল আসানসোল। আসানসোল স্টেডিয়ামে দুর্গাপুরকে ৮ উইকেটে হারায় তারা। প্রথমে ব্যাট করে দুর্গাপুর ১০২ রান করে। জবাবে আসানসোল ২ উইকেটে রান তুলে নেয়। এই মাঠে সোমবার কাটোয়াকে একশো রানে হারিয়ে জয়ী হয় কালনা। প্রথমে ব্যাট করে কালনা ১৫৬ রান করে। জবাবে কাটোয়ার ইনিংস ৫৬ রানে শেষ হয়।
|
নওজওয়ান আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার মঙ্গলবার প্রথম খেলায় জয়ী হয় শিবু একাদশ। তারা বার্নপুর বয়েজ স্কুল মাঠে এসআরসিসি-কে ৭৩ রানে হারিয়ে দেয়। দ্বিতীয় খেলায় এমআরসিসি ৯ উইকেটে হারিয়ে দেয় রেল কোয়ার্টারকে।
|
সিএবি পরিচালিত আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে আসানসোল স্টেডিয়ামে সোমবার কাটোয়াকে একশো রানে হারায় কালনা। |