বহুতল নির্মাণে বেনিয়মের অভিযোগ করেছিলেন এক প্রতিবেশী। কিন্তু পুরসভা তা আমল দেয়নি বলে তাঁর দাবি। শেষে তথ্য জানার অধিকার আইনে পুরসভায় এই বহুতল নির্মাণের ব্যাপারে বিশদে জানতে চান তিনি। এর পরেই পুরসভা নির্মাণে বেনিয়ম হয়েছে জানিয়ে কাজ বন্ধের নোটিস দেয়। তা সত্ত্বেও নির্মাণ বন্ধ হয়নি বলে অভিযোগ ওই প্রতিবেশীর। পুর কর্তৃপক্ষ জানান, নির্মাণকারীকে শুনানির জন্য ডাকা হয়েছে।
আসানসোল পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে চেলিডাঙায় নির্মাণ হচ্ছে বহুতলটির। বেনিয়মের অভিযোগকারীর আইনজীবী অশোক সরকার বলেন, “বিষয়টি আমরা প্রথমে স্থানীয় কাউন্সিলরকে জানাই। ফল না হওয়ায় পুর কর্তৃপক্ষের কাছে তথ্য জানার অধিকার আইনে বিশদ জানতে চেয়ে চিঠি পাঠাই।” অশোকবাবুর অভিযোগ, বহুতল নির্মাণের অনুমোদন পেতে যে নকশা পুরসভায় জমা দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী নির্মাণ হচ্ছে না। বহুতলটির যে ‘বেসমেন্ট’ তৈরি হয়েছে সেটি অনুমোদন ছাড়া।
পুরসভার এই ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ ঘটক। তিনিই বহুতলের নকশা অনুমোদন সংক্রান্ত দফতরের মেয়র পারিষদ। এই বেনিয়মের অভিযোগ প্রসঙ্গে অভিজিৎবাবু বলেন, “খোঁজ নিয়ে দেখেছি, ওই বহুতলটি নির্মাণে কিছুটা বেনিয়ম হয়েছে। নির্মাণ বন্ধের জন্য গত ১০ অক্টোবর একটি নোটিস পাঠিয়েছি।” অভিজিৎবাবু জানান, যেখানে বহুতলটি গড়া হচ্ছে, সেখানে আগে একটি একতলা বাড়ি ছিল। নির্মাণকারীকে ওই বাড়ির উপরেই তিন তলা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ওই একতলা বাড়িটি সম্পূর্ণ ভেঙে নতুন করে একটি তিন তলা বাড়ি নির্মাণ করছেন। অভিজিৎবাবু বলেন, “পুরসভার বাস্তুকারেরা আমাকে জানিয়েছেন, বেসমেন্টের কিছু অংশ নিয়ম মেনে তৈরি হয়নি।”
কাজ বন্ধের নোটিস পাঠানোর পরেও নির্মাণ বন্ধ হয়নি বলে ফের অভিযোগ তুলেছেন অশোকবাবু। এ ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রীর দফতরে চিঠিও পাঠিয়েছেন বলে জানান। ওই নির্মাণকারীর সঙ্গে বহু চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে মেয়র পারিষদ অভিজিৎবাবু জানান, শুনানির জন্য ওই নির্মাণকারীকে ডেকে পাঠানো হয়েছে।
|