নতুন বছরে নতুন যা যা

টালিগঞ্জে প্রথম
ফেসবুক, ট্যুইটারে তো আগে থেকে ছিলেনই। নতুন বছরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুরু করছেন নতুন ব্লগ। সেখানে নিয়মিত লিখবেন তিনি। সিনে দর্শকদের আশা ছিল ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ছবিতে তাঁর প্রত্যাবর্তন হবে ২০১৪-য়। বদলে পাওয়া গেল ব্লগ।
আর ঋতুপর্ণা? তিনি সাত বছর বাদে জুটি বাঁধলেন পাওলির সঙ্গে। স্বস্তিকা? উঁ হু হু... আগের বছর নিউ ইয়ার্স ইভের সেই বিখ্যাত ছবিটা ভুলে একটা নতুন বছর... নতুন সমীকরণ... হয়তো বা নতুন মানুষ।
চশমা না ক্যামেরা? ... ডোন্ট লাই
অবশেষে সাধারণ লোকও ব্যবহার করতে
পারবেন গুগল গ্লাস। প্রায় এক বছর
টেস্ট রান করিয়ে নতুন বছরে এটাই
গুগলের জনসাধারণের জন্য উপহার।
তাঁর শেষ স্টুডিয়ো অ্যালবাম রিলিজ করেছিল পাঁচ বছর আগে। তবে
নতুন বছরে শাকিরা ফ্যানদের হতাশ করবেন না। এ বছরেই
রিলিজ করবে তাঁর নতুন স্টুডিয়ো অ্যালবাম। অ্যালবামে
শাকিরা ছাড়াও রিহানা-র গলাও শুনতে পাবে শ্রোতারা।
জুনটোস নুম সো রিটমো
পর্তুগিজে ‘সবাই এক ছন্দে’। ফুটবল বিশ্বকাপ ২০১৪-র স্লোগান। তা আর বলতে! এমনিতে বিশ্বকাপ ফুটবল। তাও আবার খোদ ব্রাজিলে। টেকনোলজির দিক থেকেও থাকছে নতুনত্ব। এটাই প্রথম বিশ্বকাপ ফুটবল, যেখানে ‘গোল লাইন টেকনোলজি’ প্রযুক্ত হবে। বল-এ লাগানো ম্যাগনেটিক স্ট্রিপই রেফারিকে জানিয়ে দেবে বল গোললাইন পার করেছে কি না। ফুটবল পাগলদের কাছে নতুন বছরে ১২ জুন থেকে ১৩ জুলাই-য়ের থেকে ভাল উপহার আর কী হতে পারে?

এ বার কে?
বছরের মাঝামাঝি আসার আগেই ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। সাধারণ নির্বাচন ২০১৪। এ বার কে হবেন প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদী না রাহুল গাঁধী? সৌরভ গঙ্গোপাধ্যায় কি আকৃষ্ট হবেন রাজনীতিতে? হলে রাজনীতিতে নতুন রং লাগবে।

তিন দু’গুণে
ছয়। হ্যাঁ, নতুন বছর তিন খানেরই দু’টো করে সিনেমা রিলিজ করবে। আমির, শাহরুখ, সলমন। ‘থ্রি ইডিয়টস্’য়ের পর আবার রাজু হিরানি আর আমির খান-য়ের ‘পিকে’। সলমনের ‘জয় হে’। তো অন্য দিকে ‘ওম শান্তি ওম’য়ের পর শাহরুখ আর ফারহা খান-য়ের ‘হ্যাপি নিউ ইয়ার’। দর্শকদের হ্যাপি হওয়া আটকায় কে!

মহাকাশের টিকিট
এ বছর থেকে মহাকাশে যেতে হলে আর অ্যাস্ট্রোনট হতে হবে না। দু’লাখ ডলার (টাকার হিসেবে এক কোটির একটু বেশি) খরচ করলেই আপনি পাড়ি দিতে পারবেন মহাকাশে। রিচার্ড ব্রনসন তো টিকিট কেটে নিয়েছেন। নতুন বছরে আপনি একবার চেষ্টা করে দেখবেন নাকি?

নতুন ‘আম’
কে জানত ‘আম’ বললে আর লোকে ফজলি না অ্যালফান্সো জিজ্ঞেস করবে না? গত বছরই দেখা গেছে ‘আম আদমি’র ক্ষমতা। হতে পারে নতুন বছরে আরও বেশি করে তার প্রভাব চোখে পড়বে।

কিছু তো কমল
বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে বই কমছে না। সেই সঙ্গে বাড়ছে দূষণ। তবে এই প্রথম সমুদ্রের ঢেউ-য়ের শক্তি দিয়ে (কেতাবি ভাষায়: ওয়েভ এনার্জি) বিদ্যুৎ তৈরির বাণিজ্যিক মডেল বসতে চলেছে আমেরিকার অরেগনে। দূষণ মুক্ত পৃথিবীর শুরু এই নতুন বছরেই।

সংকলন: অরিজিৎ চক্রবর্তী



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.