গোষ্ঠীকোন্দলে পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
তৃণমূলের দুই গোষ্ঠীর গণ্ডগোলের জেরে এক ঘণ্টার বেশি সময় ধরে অবরোধে যাত্রীরা নাজেহাল হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত সাড়ে ৬ টা নাগাদ ঘটনাটি ঘটে কোচবিহার কোতোয়ালির হরিণচওড়া এলাকায়। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। হরিণচওড়া এলাকায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন সেখানে ভবন তৈরির জন্য প্রক্রিয়া শুরু হয়। সেখানে যান পূর্ত দফতরের পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ। তিনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর কলেজ তৈরির জিনিস সরবরাহ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পরেই এক পক্ষ পথ অবরোধ করেন। পথ অবরোধের জেরে সাড়ে ছটা থেকে মাথাভাঙ্গা, দিনহাটা রুটে বাস চলাচল বন্ধ থাকে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক চালকের। আহত হয়েছে এক জন। রবিবার রাতে গোয়ালপোখরের মালকুণ্ডায় মৃত যুবকের নাম তাপস দাস (২৮)। বাড়ি ইসলামপুরের ফার্ম কলোনি এলাকায়। ২৬ জানুয়ারি বিয়ের নিমন্ত্রণ করে তিনি ফিরছিলেন। গুরুতর জখম এক সঙ্গীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ইসলামপুর থানার রামগঞ্জে। ধৃত ওই ব্যক্তির নাম টাবলু রায়। তার বাড়ি চোপড়ার মহিষভিটা এলাকায়। দেড়মাস আগে এক কিশোরকে কাজের নাম করে ওই যুবক দিল্লিতে নিয়ে যায় বলে অভিযোগ। |