পেশায় পুলিশ, নেশা ছবি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
জেলার পুলিশমহলে তিনি দক্ষ অফিসার হিসাবে পরিচিত। কিন্তু, তিনি যে দক্ষ ছবি আঁকিয়েও, তা খুব বেশি লোক জানেন না। পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যের সেই গুণের কথা জানান দিল এ বারের জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব। উৎসব প্রাঙ্গণে শুরু হয়েছে ওই পুলিশ অফিসারের আঁকা গোটা কুড়ি ছবি নিয়ে প্রদর্শনী। উৎসবের প্রথম দিন প্রর্দশনী ঘুরে দেখে পুরুলিয়ার বর্ষীয়ান বিধায়ক কে পি সিংহদেও বললেন, “খুবই ভাল ছবি এঁকেছেন দ্যুতিমানবাবু। পুলিশ সম্পর্কে সাধারণ ভাবে মানুষের যা ধারণা রয়েছে, ছবিগুলি দেখার পরে সেই ধারণা বদলাতে বাধ্য হবে।” একই অভিজ্ঞতা অনুষ্ঠানের ঘোষিকা তথা আবৃত্তিশিল্পী জয়তী লাহিড়ীর। রঘুনাথপুরের এসডিপিও থাকাকালীন দ্যুতিমানবাবুর ঘনিষ্ঠ আলাপ ছিল জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসবের উদ্যোক্তাদের সঙ্গে। দ্যুতিমানবাবু জানান, উৎসব কমিটি যোগাযোগ করে তার আঁকা ছবি নিয়ে প্রদর্শনী করার ইচ্ছা প্রকাশ করেছিল। তাঁর কথায়, “নির্দিষ্ট কোনও মাধ্যম নয়, মোম বা তেল রং, কিংবা ওয়াটার কালার--সব মাধ্যমেই কাজ করি। রঘুনাথপুরের প্রর্দশনীতেও সব মাধ্যমে আঁকা ছবি রয়েছে।” উৎসব কমিটির সম্পাদক সুকুমার মণ্ডল বলেন, “দ্যুতিমানবাবুর আঁকা ছবির প্রর্দশনী করার ইচ্ছা আমাদের অনেকদিন ধরেই ছিল। উনি নিজেই কিছু বিশেষ ছবি বেছে দিয়েছিলেন। দর্শকদের সামনে তা তুলে ধরতে পেরে আমরা খুশি।”
|
বিজেপিতে যোগ
নিজস্ব সংবাদদাতা • ছাতনা |
বিজেপি-তে যোগ দিলেন বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু নিচুতলার কর্মী-সমর্থক। রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার ছাতনার খড়বনা এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি সভার আয়োজন করেছিল বিজেপি। উপস্থিত ছিলেন দলের রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকার, জেলা সহ-সভাপতি জীবন চক্রবর্তী সহ অনেকে। ওই সভাতেই তৃণমূল, সিপিএম, আরএসপি এবং কংগ্রেসের বেশ কয়েক জন কর্মী-সমর্থক বিজেপিতে যোগ দেন। সুভাষবাবুর দাবি, “বর্তমান পরিস্থিতিতে বিজেপি-র উপরেই মানুষের ভরসা বাড়ছে। তাই বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ আমাদের দলে যোগ দিচ্ছেন। এতে আমাদের সাংগঠনিক ক্ষমতা বাড়ছে।” |