প্রশাসনের উপস্থিতিতে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় জমিহারাদের কাজে নিয়োগের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেও মানা হচ্ছে না বলে অভিযোগ তুলে রঘুনাথপুরে মহকুমাশাসকের কার্যালয়ে বিক্ষোভ অবস্থান করল ‘ল্যান্ডলুজারস অ্যাসোসিয়শন’। তাদের আরও অভিযোগ, যে-সব জমিহারা অস্থায়ী কাজ পেয়েছন, তাঁদের ছাঁটাই করা হচ্ছে। সোমবার অবস্থানের পরে মহকুমাশাসককে স্মারকলিপি দিয়ে দ্রুত সমস্যা সামধানের দাবি জানিয়েছে ডিভিসি-র নির্মীয়মাণ তাপবিদ্যুৎ প্রকল্পে জমিহারাদের একাংশকে নিয়ে গড়ে ওঠা এই সংগঠন।
ওই তাপবিদ্যুৎ প্রকল্পে জমিহারাদের কাজে অগ্রাধিকার দেওয়ার দাবিতে এবং জমিহারা পরিবারগুলি থেকে কর্মরত শ্রমিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে গত সেপ্টেম্বরে টানা তিন দিন প্রকল্পের মূল গেট আটকে বিক্ষোভ দেখিয়েছিল ‘ল্যান্ডলুজারস অ্যাসোসিয়শন’। তার জেরে পুজোর আগে রঘুনাথপুরে মহকুমাশাসকের কার্যালয়ে এই সংগঠনের সঙ্গে আলোচনাতেও বসেন ডিভিসি কর্তৃপক্ষ। প্রশাসন সূত্রের খবর, বৈঠকে জমিহারাদের কাজে অগ্রাধিকার দেওয়া এবং ছাঁটাই সংক্রান্ত নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অ্যাসোসিয়েশনের অবশ্য অভিযোগ, ডিভিসি কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত মানছেন না। সংগঠনটির নেতা চিন্ময় বন্দ্যোপাধ্যায়ের দাবি, “মূল প্রকল্পের জন্য আমরা জমি দিয়েছিলাম। আশা ছিল, প্রকল্পে কর্মসংস্থান হবে জমিহারাদের। কিন্তু, বর্তমানে কাজ পাওয়ার বদলে ছাঁটাই করা হচ্ছে। মূল প্রকল্প এলাকার মধ্যে ওয়াটার করিডরের কাজ করা সংস্থা ইতিমধ্যেই ২৩ জন জমিহারা শ্রমিককে ছাঁটাই করেছে। প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন ডিভিসি কর্তৃপক্ষ।” সংগঠনটির আরও অভিযোগ, ছাঁটাই করার সময়ে ঠিকা সংস্থাগুলি যুক্তি দেখাচ্ছে, নির্মাণকাজ শেষ পর্যায়ে বলেই অতিরিক্ত শ্রমিক রাখা তাদের পক্ষে সম্ভব নয়। বাস্তবে অবশ্য জমিহারাদের ছাঁটাই করে সেখানে কম মজুরিতে ভিন্ রাজ্যর শ্রমিকদের আনা হচ্ছে। এই অবস্থায় চিন্ময়বাবু বলেন, “এ দিন প্রশাসনকে আমরা জানিয়ে দিয়েছি, পুজোর আগে হওয়া বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জমিহারাদের কর্মসংস্থান নিশ্চিত করা ও ছাঁটাইয়ের বিষয়ে ব্যবস্থা দ্রুত নেওয়া না হলে আমরা বড় মাপের আন্দোলনে যেতে বাধ্য হব।” আর তা সত্যিই হলে ওয়াটার করিডর নিয়ে চলা জটিলতার মধ্যেই প্রকল্পটি ঘিরে ফের অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেবে। রঘুনাথপুরের মহকুমাশাসক সুরেন্দ্রকুমার মিনা বলেন, “ডিভিসি কর্তৃপক্ষর সঙ্গে জমিহারাদের অভিযোগ ও দাবিদাওয়া নিয়ে আলোচনা করা হবে।” আর ডিভিসি কর্তৃপক্ষর বক্তব্য, প্রশাসন তাঁদের আলোচনায় ডাকলে তাঁরা তাঁদের অবস্থান ব্যাখ্যা করবেন। |