বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই চন্দ্রভাগা নদীকে দূষিত করছে বলে অভিযোগ। এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মণীশ গুপ্ত।
সোমবার সিউড়ির আবদারপুরে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পরে বিদ্যুৎ মন্ত্রী বলেন, “আগামী এক বছরের মধ্যে ১.৫ লক্ষ বাড়িতে বিদ্যুত সংযোগ দেওয়া হবে। ৪০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে আগামী ৫ মাসের মধ্যেই। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইপুকুরের ছাই চন্দ্রভাগা নদীতে দূষণ ছাড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। মাস খানেকের মধ্যেই সেই সমস্যার সমাধান করা হবে।” |
বক্রেশ্বরে বিদ্যুৎমন্ত্রী।—নিজস্ব চিত্র। |
এ দিনই তিনি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৭তম গ্রামীণ ও শিল্প মেলার উদ্বোধন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার মহিতোষ মাজি, এআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায় স্বপন ঘোষ, গদাধর হাজরা, মনিরুল ইসলাম ও কংগ্রেস বিধায়ক অসিত মাল প্রমুখ। বিদ্যুৎ মন্ত্রী বলেন, “খাদ্য, বস্ত্র বাসস্থানের বাইরে বেরিয়ে এসে মানুষের চাহিদা এখন সার্বিক উন্নয়ন। সরকার নিষ্ঠা ও সততার সঙ্গে সেদিকে এগিয়ে চলেছে। বর্তমানে রাজ্যে উদ্বৃত্ত বিদ্যুৎ বাংলাদেশকে বিদ্যুত বিক্রি করা হচ্ছে। ভবিষ্যতে আরও একাধিক বিদ্যুৎকেন্দ্র গড়া হবে, যাতে সমস্যায় না পড়তে হয়।” |