আগুনে পুড়ল দু’টি দোকান
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
আগুন লেগে সোমবার সকালে পুড়ে গেল ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কের টোল ট্যাক্স মোড়ের কাছের দু’টি দোকান। দমকলের একটি ইঞ্জিন ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নেভায়। দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মোড়ের কাছে একটি জামাকাপড় তৈরির দোকানের পাশেই রয়েছে একটি মোবাইল ফোনের দোকান। সকাল ন’টা নাগাদ জামাকাপড় তৈরির দোকানটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দমকল ও পুলিশে খবর দেওয়া হয়। তত ক্ষণে মোবাইলের দোকানটিতেও আগুন ছড়ায়। দমকলের অনুমান, জামাকাপড়ের দোকানটিতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। জাতীয় সড়কের উপরে এই ঘটনায় কিছু ক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।
|
দুর্ঘটনায় মৃত ছাত্র, বিক্ষোভ বসিরহাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
লরির ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যুর জেরে বসিরহাট-ন্যাজাট রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকাল ৮টা নাগাদ সাইকেলে চড়ে বাড়ি ফেরার সময়ে লরির ধাক্কায় মৃত্যু হয় বসিরহাট ভ্যাবলা হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আকাশ ঘোষের (১৪)। তার বাড়ি ভ্যাবলা কালীবাড়ি এলাকায়। বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। এর জেরে স্থানীয় বাসিন্দারা লরির চালক মহম্মদ কুদ্দুস মোল্লাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। রাস্তা মেরামতি ও মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু হয়। এর জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। ১২টা নাগাদ অবরোধ উঠলে যান চলাচল স্বাভাবিক হয়।
|
পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মন্দিরবাজার |
রাস্তা পেরনোর সময়ে মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার বাসমোড়ের কাছে রায়দিঘি-ডায়মন্ড হারবার রোডে। পুলিশ জানায়, মৃতের নাম তিমির সর্দার (৩৫)। বাড়ি স্থানীয় রামনাথপুর সর্দারপাড়ায়। ফলতা থেকে লক্ষ্মীকান্তপুরগামী মিনিবাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। পুলিশ বাসটি আটক করা গেলেও চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে।
|
মধ্যমগ্রামে ধর্ষিতা কিশোরীর যথাযথ চিকিৎসা এবং অপরাধীদের শাস্তির দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হলেন সিটু নেতৃত্ব এবং কিছু বিশিষ্ট জন। বিচার না পেয়ে সম্প্রতি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল ওই কিশোরী। কিন্তু অগ্নিদগ্ধ মেয়েটির ঠিকমতো চিকিৎসা আরজিকরে হচ্ছে না বলে তার পরিবারের অভিযোগ। অপেক্ষাকৃত ভাল এসএসকেএমে তাকে স্থানান্তরিত করার আর্জিও মানা হচ্ছে না। সেই জন্য আরজিকর কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।
|
আগামী বুধবার কল্যাণীতে বিধানচন্দ্র রায় স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। থাকবেন পুরপ্রধান নীলিমেশ রায়চৌধুরী সহ-অনেকে। |