একশো দিনের কাজ না পাওয়ার অভিযোগ তুলে বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতিকে দীর্ঘ ক্ষণ ব্লক অফিসে ঢুকতে দিলেন না শ্রমিকেরা। সোমবার সকালে গোঘাট-১ ব্লকের ভাদুর পঞ্চায়েতের পাড়াবাগান বুথের ৬০ জন শ্রমিক কাজের দাবিতে প্রায় তিন ঘণ্টা ব্লক অফিস ঘেরাও করেন। শেষপর্যন্ত বিডিও দেবেন্দ্রনাথ বিশ্বাস সমস্যা খতিয়ে দেখে দ্রুত মেটানোর আশ্বাস দিলে তুলে নেন তাঁরা।
শ্রমিকদের পক্ষে কৃষ্ণপদ সাঁতরার অভিযোগ, দিন দশেক আগে কাজের পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন তাঁরা। কিন্তু কাজ মেলেনি। সম্প্রতি এলাকায় একটি রাস্তা সংস্কারের কাজের জন্য গিয়েছিলেন। কিন্তু সেখান থেকেও তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। এরপরেই সরাসরি বিডিও অফিসে এসে তাঁরা ঘেরাও শুরু করেন। শ্রমিকদের কাছে ঘটনাটি শুনে বিডিও তদন্তের জন্য ডেকে পাঠান সংশ্লিষ্ট কর্মকর্তাদের। সমস্যা দ্রুত মিটিয়ে শ্রমিকদের কাজে লাগানোর নির্দেশ দিলে শ্রমিকেরা বিক্ষোভ-ঘেরাও তুলে নেন।
বিডিও বলেন, “কয়েক জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকায় কাজ দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে।” অন্য দিকে, ভাদুর পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের অসীম সাঁতরা বলেন, “ওই শ্রমিকদের অধিকাংশই আদৌ কাজ চেয়ে আবেদন করেননি। যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, তাঁদেরই ফিরিয়ে দেওয়া হয়েছিল।” ১০০ দিন কাজ প্রকল্পের নিয়ম কানুন না জানার জন্যই এই অসুবিধাগুলি ঘটেছে বলে তাঁর দাবি।
|